Tuesday, 17 September 2013

~সবচেয়ে সহজ উপায়ে উইন্ডোজ এক্সপি/ ৭ / ৮/Ubuntu এর বুটেবল ডিভিডি অথবা পেন-ড্রাইভ তৈরি করুন~

সালাম নিবেন সবাই,
আপনাদের কাছে আমি ২ ভাগে এই পোস্টটি উপস্থাপন করব।
১. উইন্ডোজ ভার্সনের জন্য
২. উবুন্তর জন্য
১. উইন্ডোজ ভার্সনের জন্যঃ
উইন্ডোজ ৭ এর জন্য আপনি যেকোন খালি ডিভিডি ডিস্ক অথবা ৪গিগাবাইট পেন-ড্রাইভ ব্যাবহার করতে পারবেন। কিন্তু, উইন্ডোজ ৮ এর আপনার ডিভিডি ৫ অথবা, ডিভিডি ৯ এবং ৮গিগাবাইট পেন–ড্রাইভ লাগতে পারে সাইজ অনুযায়ী।
কি কি লাগবে?
১. উইন্ডোজ ৭ ডিভিডি /পেন-ড্রাইভ টুলঃ Download Link
২. .net Framework:  Download Link
৩. উইন্ডোজ এক্সপি-এর জন্যঃ http://www.mediafire.com/?kafs5l2v9cc32ui   (আপনারা এই আপডেটটি ইন্সটল করে নিন, তারপর ১ নম্বর লিঙ্ক থেকে ডাউনলোড করে ইন্সটল করুণ। )
কিভাবে করবেন?
ফ্রেমওয়ার্ক না থাকলে ডাউনলোড করে ইন্সটল করুন। তারপর, উইন্ডোজ ৭ ডিভিডি / পেন-ড্রাইভ টুল ডাউনলোড করে ইন্সটল করুন। এখন, উইন্ডোজ ৭ ডিভিডি / পেন-ড্রাইভ টুল রান করুন। তারপর, আপনার ISO ব্রাউজ করে Next ক্লিক করুন। এখন, কোথায় ISO Burn করবেন অর্থাৎ আপনার ডিভিডি ডিস্ক  / পেন-ড্রাইভ সিলেক্ট করে Burn করুন।
ISO Burn করবেন কিভাবে?
ডাউনলোড করে, ইন্সটল করুণ। তারপর, আপনার উইন্ডোজ ফোল্ডার ব্রাউজ করে ISO ইমেজ বানাতে পারবেন।ছোট একটি টিউটোরিয়াল ছবির মাধ্যমেঃ


তারপর, NEXT ক্লিক করে আপনার USB ড্রাইভ সিলেক্ট করুণ। প্রম্পট অনুসরণ করুণ। ব্যাস হয়ে গেল।
অনেকভাবেই আপনি উইন্ডোজের পোর্টেবল ইন্সটলার তৈরি করতে পারবেন। তবে, এখানে আমি আপনাদের মাইক্রোসফট-এর নেটিভ পন্থায় তা দেখালাম। আপনি উপরে দেয়া ISO  মাইক্রোসফট-এর উইন্ডোজ ৭-এর বিল্ড-ইন ফিচার ব্যাবহার করে করতে পারবেন। এক্সপিতে এই ফিচার নাই, বিধায় আমি থার্ড-পার্টি সফটওয়্যার ব্যাবহার করেছি।
২. উবুন্তুর জন্য
ISO বানাবার পন্থা ঠিক উইন্ডোজেরই মত। তবে, যখন ইউএসবিতে লোড করবেন, তখন উবুন্তর জন্য আপনাকে শুধু একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
লিংকঃ

এই সফটওয়্যার দিয়ে মোটামোটি সব লিনাক্স অপারেটিং সিস্টেম ইউএসবি বুটেবল করতে পারবেন।
আশা করি এই পোস্ট থেকে অনেকেই উপকার পাবেন।

No comments:

Post a Comment