Thursday, 19 September 2013

আসুন google -এর সাথে মজা করি !

আসসালামু আলাইকুম ।
পরমকরুনাময় আল্লাহর নামে শুরু করছি । আজ আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করলাম ।
» যদি গুগলের ডিগবাজি দেখতে চান তাহলে প্রথমে  google.com  -এ যান । এরপর সার্চ-এ  লিখুন Do a barrel roll . এর পর একটু অপেক্ষা করুন । তবে সাবধান, আপনিও যেন গুগলের মত ডিগবাজি না মারেন ।
» প্রথমে   google.com   -এ যান এবং সার্চ বক্সে Zerg rush লিখে এন্টার দিন । এবার ১০ সেকেন্ড অপেক্ষা করুন । কী দেখছেন ? মনে হচ্ছে, google তো শেষ হয়ে গেল !
»  google.com  -এ গিয়ে নির্ভুলভাবে google gravity trick লিখুন । এরপর সার্চ দিন এবং প্রথমে যে লিংক পাবেন তাতে ক্লিক করুন । দেখেন তো কি হলো । গুগল মামার দেখি সবকিছু নিচে পড়ে গেছে !!
» আপনার গিটার বাজানোর শখ, কিন্তু গিটার কেনার টাকা নেই । তাতে কি ! গুগলের গিটার বাজাবেন  এর জন্য কোন টাকা লাগবে না । প্রথমে গিটার http://www.google.com/logos/2011/lespaul.html  লিংকে যান । এরপর মনের মত মাউস আর কি-বোর্ড দিয়ে গিটার বাজান । আপনি চাইলে রেকর্ডও করতে পারেন ।
» আবার google.com  -এ যান । এবার Askew লেখেন । এবার  ওয়েবসাইটের ডান দিকে তাকান । কি দেখলেন ? মজা পাচ্ছেন তো ??
আজ এই পর্যন্ত। ভালো থাকবেন ।
আল্লাহ্‌ হাফেজ ।

No comments:

Post a Comment