Thursday, 19 September 2013

মাদারবোর্ডের সিডি হারিয়ে গেছে!!!!! NO চিন্তা।

আসসালামুআলাইকুম, এটা আমার ২য় পোস্ট। যারা জানেননা তাদের জন্য বলছি। কম্পিউটারে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে মাদারবোর্ডের চালক সফটওয়্যার, অর্থাৎ ড্রাইভার ইনস্টল করতে হয়। মাদারবোর্ডের সিডি ড্রাইভারের সঙ্গে এমনিতে থাকে। তবে কোনো কারনে সেটা হারিয়ে গেলে বিপোদে পরতে হয়। এই বিপদ থেকে উদ্ধার পেতে আছে ওয়েবসাইট। নিচে কিছু সাইটেভ ঠিকানা দেয়া হলো, এসব সাইটে বিভিন্ন মাডারবোর্ডের ড্রাইভার পাবেন।




No comments:

Post a Comment