আমরা অনেক সময় উইন্ডোজ এ ইউজার পাসওয়ার্ড ভুলে যাই। তাই বেশিরভাগ লোকেরাই OS Reinstall করেন।
কিন্তু Heren’s Boot CD দিয়ে খুব সহজে যে কোন ইউজারের পাসওয়ার্ড Remove অথবা Change করা যায়।
আসুন দেখি কি ভাবেঃ
উপরের ছবিতে ক্লিক করে অথবা এখান থেকে Heren’s Boot CD ডাউনলোড করুন।
এবার RAR ফাইল Extract করলে একটি ISO Burner এবং Heren’s Boot CD এর ISO ফাইল পাবেন।
এবার ISO Burner দিয়ে সিডি Burne করুন এটাদিয়েও করতে পারেন।
এবার কাজের কথায় আসি। আপনার পিসি Heren’s Boot CD দিয়ে বুট করান।
বুট টাইমে Windows Mini XP সিলেক্ট করে পিসি ওপেন করুন। উইন্ডোজ ৭ হলে Heren’s Boot মেনু থেকে Programs>>Passwords/Keys>>Windows Login>>Password Renew ওপেন করুন।
এবার Browse করে SAM ফাইল টা ওপেন করুন। আর উইন্ডোজ এক্সপি হলে Heren’s Boot মেনু থেকে Programs>>Passwords/Keys>>Windows Login>>NTPWEdit (Reset XP/Vista User Password) ওপেন করুন
। এবার যে ইউজারের পাসওয়ার্ড Remove অথবা Change করতে চান সেটা সিলেক্ট করে
Change Password এ ক্লিক করুন। আপনি যদি পাসওয়ার্ড Remove করতে চান তাহলে OK করুন।
অথবা Change করতে চান তাহলে নতুন পাসওয়ার্ড দিয়ে OK করুন।
এবার পিসি Restart করে পাসওয়ার্ড ছাড়া অথবা নতুন পাসওয়ার্ড দিয়ে পিসি লগইন করুন।
ছবি সহ PDF আকারে পেতে এখানে দেখুন।
No comments:
Post a Comment