পিসি হেল্পলাইন,বিডি ছেড়ে কি থাকা যায়। তো আমি আজকে একটি ক্ষুদ্র টিপস শেয়ার করবো।কিন্তু বিজ্ঞ জন পড়বেন না আর পড়লে টিপ্পনী কাটবেন না।ত কাজের কথায় আসি।
আশা করি যারা জানে না তাদের ভাল লাগবে।মাউস ছাড়া কম্পিউটার কে ভাবা যায় না। এটির কিছু গোপন কাজ আছে যা হয়ত আমরা অনেকে জানিনা। তো চলুন দেখি কি এর গোপন কাজগুলি। আমরা মাউসের Scroll/Middle Button কে ব্যবহার করি শুধুমাত্র পেইজ Scroll করার কাজে। আসুন জেনে নিই এর অন্যান্য ব্যবহার কৌশল:
1. আপনার ব্রাউজারের যে কোন Tab এর উপর Middle Button Click করুন, ঐ Tab টি বন্ধ হয়ে যাবে।
2. Website এর যে কোন লিংককে নতুন একটি Tab এ Open করতে চাইলে লিংকটিতে Middle Button Click করুন।
3. আপনার যদি ফোল্ডারে বুকমার্ক Organize করার অভ্যাস থাকে তাহলে ঐ Folder এ Middle Button Click করুন সাথে সাথে ঐ ফোল্ডারের অন্তর্ভুক্ত সব লিংকগুলো আলাদা আলাদা Tab এ Open হবে।
4. Page Scrolling এর জন্য Middle Button click and hold করে মাউসটি উপরে নিচে Move করান।
তো বন্ধু রা চেষ্টা করে দেখেন যেগুলো বললাম তা সঠিক কিনা।
ক্ষুদ্র জ্ঞান তাই ক্ষুদ্র পোষ্ট। ভালো লাগলে কমেন্ট করুন আর উৎসাহ দিন ভবিষ্যৎ লেখার জন্য।আজ এইটুকু থাকল পরে আবার দেব।
সবাই ভালো থাকবেন ।আমাকে ভালো রাখবেন।
ঃঃঃঃঃঃঃঃধন্যবাদ সবাইকেঃঃঃঃঃঃঃঃঃ
Casino and Resort Reviews | Dr. Maryland
ReplyDeleteWe say 삼척 출장마사지 “it”. The casino has 여주 출장마사지 80 군산 출장안마 tables with 속초 출장샵 50 of the hottest hot poker machines, and an impressive gaming area. In recent years, the 고양 출장안마 gaming floors of