Thursday, 12 September 2013

► ফেসবুক স্ট্যাটাসে লিঙ্ক দেওয়ার গোপন পদ্ধতি! ( Facebook bluelink status সম্পূর্ণ ঝামেলামুক্ত)

আল্লাহ্‌র নামে শুরু করছি,

ফেসবুক পেজ বা স্ট্যাটাসে অনেক সময় লেখায় বা continue reading এ লিঙ্ক দেওয়া থাকে। সেখানে ক্লিক করলে অন্য লিঙ্কে চলে যায়। যাদের ফেসবুক পেজ আছে তাদের জন্য তো এইটা অনেক কাজের। এই লিঙ্ক দেওয়া দেওয়ার জন্য পেজ আইডি লাগবে এবং আরও কিছু ঝামেলার কাজ করতে হবে। আমি এই ফেসবুক ট্যাগিং বা ফেসবুক হাইপারলিঙ্ক দেওয়ার পদ্ধতি নিয়ে পোস্ট করেছিলাম। এখান থেকে সেই পোস্ট দেখতে পারেন। তবে # ট্যাগ আসার পর থেকে এইভাবে আর হয় না। এসব ঝামেলা এখন বাদ। মূল পোস্টে আসি…

  • এবার নিচের ছবির দেখেন। তাহলে বুঝতে পারবেন।
Capture copy
আমি এ ক্ষেত্রে , প্রথম বক্সে “কম্পিউটার” লিখেছি আর দ্বিতীয় বক্সে পেজ এর নাম তুমি চোট আমি বড় লিখেছি।
বক্স দুটিতে লেখার পর নিচে কিছু পেজ এর নাম দেখতে পারবেন। আপনার পেজ খুজে পেলে সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের দিকে গেলে এরকম দেখতে পারবেন।
ddfd

সেখানকার সবুজ রঙ এর লেখাটাই হল আসল জিনিস। এইটা ফেসবুকে পোস্ট করলেই লেখায় লিঙ্ক আসবে। তবে পোস্টের মধ্যে ফেসবুক পেজটা একবার উল্লেখ থাকতে হবে। নিচের লেখাটা দেখুন।
=======================================================================================
আপনার @@[0:[145684825504323:1:কম্পিউটার ]] বিষয়ক যেকোনো সমস্যার সমাধার রয়েছে বাংলাদেশের অন্যতম প্রযুক্তি ব্লগ “পিসি হেল্পলাইন বিডি” তে । আর এখানকার সকল পোস্টের আপডেট পাবেন আমাদের পেজে। তাই  @@[0:[145684825504323:1:কম্পিউটার ]] সহ প্রযুক্তি বিষয়ক সকল পোস্টের আপডেট পেতে নিচে পেজে যোগদান করুন। 
পেজ লিঙ্কঃ @[145684825504323:] 
=======================================================================================

এখানে 145684825504323 হল পেজ আইডি। পোস্টের কোথাও না কোথাও উপরের লাল লেখার মত থাকতে হবে, এরকম  @[your page id:] ।


ফেসবুকে পোস্ট করবেন যেভাবেঃ 
প্রথমে https://m.facebook.com/ এ যান এবং সেখানে আপনার ওয়াল বা পেজে উপরের লেখাটুকু copy/paste করেন তাহলে নিচের মত দেখাবে।

:)  হয়ে গেল ::..
Note: পোস্টটা কিন্তু m.facebook.com থেকেই করতে হবে। তা না হলে কিন্তু হবে না। 



আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। যেকোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করুন। অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
Follow me on Facebook ► kamrulislambhola

ভালো থাকুন,সুস্থ থাকুন।  [Facebook bluelink status]


 goodbye
Facebook blue link status

No comments:

Post a Comment