Thursday, 19 September 2013

আপনার জিমেইল আইডি থেকে ফ্রি এসএমএস পাঠান যেকোন মোবাইলে

আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালই আছেন।
ইন্টারনেট বিশ্ব কে শক্তিশালী বন্ধনে আবদ্ধ করেছে । আমরা এখন পত্রিকার বদলে অনলাইনে নিউজ পড়ি । আমাদের মধ্যে অধিকাংশই এখন কাগজ কলমের বদলে ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করে । আমরা অনলাইন এ চলচিত্র দেখি, যা বর্তমানে এক ব্যাপক ব্যবসা উদ্যোগে পরিণত হয়েছে । আমরা এখন ইন্টারনেট এর সাহায্যেই কেনাকাটা বা বিল পরিশোধ করতে পারি । ওয়েব বন্ধুত্বকেও বিভিন্ন সামাজিক মিডিয়া তে পরিণত করেছে । এর ফলে আমরা আমাদের শৈশবের বন্ধুদের সাথে সাক্ষাত করার সুযোগ পাই । এটি একটি জীবন পরিবর্তনকারী ঘটনা হতে পারে ।
আবারও আশালাম আপানদের ফ্রী ইন্টারনেট বিষয়ে সাহায্য করতে। আমারা অনেকেই ইন্টারনেট অনেক দিন ধরে ব্যাবহার করে আসছি কিন্তু সহজে ফ্রী কোন কিছু ব্যাবহার করতে পারিনি তাই এবার তাদের জন্য ফ্রী, আজ আপনাদের জন্য একটি মজার জিনিস নিয়ে এসেছি। আপনার জিমেইল আইিড থেকে ফ্রি এসএমএস পাঠান যেকোন মোবাইলে প্রথমে আপনার জিমেইলে লগইন করুন
এর পর নিচের ছবিগুলো দেখে স্টেপ বাই স্টেপ কাজ করুন।

Step#01

 Step#02

Step#03

আপনার কাজ শেষ। কাঙ্খিত নাম্বারে চলে যাবে।
এই ধরনের আরও টিউন পড়তে ক্লিক করুন
ধন্যবাদ অনেক সবাইকে।
 মেতে উঠুন প্রযুক্তির সুরে



No comments:

Post a Comment