দৈনন্দিন জীবনে ব্রাউজার হ্যাকিং হবার কারনে কম্পিউটারের ব্রাউজার ব্যবহার করতে পারছেন না এমন লোক পাবেন শতকরা ৯০ ভাগ। তাই, এখন, ব্রাউজার হ্যাকিংয়ের থেকে বাঁচতে আমাদের এন্টি-ভাইরাস, এন্টি-মলওয়্যার, এন্টি-স্পাইওয়্যারের উপর আমাদের নির্ভর করতে হচ্ছে প্রতিনিয়ত। অনেকে টাকা খরচ করে কিনছেনও। আবার অনেকের সাধ্য থাকে না সেগুলো কেনার। তাই, সেইসকল ভাইদের জন্য আমার এই ছোট্ট সফটওয়্যার। আপনারা ফ্রি এন্টি-ভাইরাসের সাথে এই পোর্টেবল সফটওয়্যারটি হাতের কাছে রাখতে পারেন।
এই সফটওয়্যার দিয়ে কি কি করতে পারবেনঃ
- Kill malicious processes
- Stop malicious services
- Unload malicious DLLs from processes
- Kill malicious hidden processes
- Find and remove malicious autostart entries, including :
- Registry keys (RUN/RUNONCE, …)
- Tasks (Scheduler 1.0/2.0)
- Startup folders
- Hijack entries, including :
- Shell / Load entries
- Extension association hijacks
- DLL hijacks
- Many, many others …
- Read / Fix DNS Hijacks (DNS Fix button)
- Read / Fix Proxy Hijacks (Proxy Fix button)
- Read / Fix Hosts Hijacks (Hosts Fix button)
- Restore shortcuts / files hidden by rogues of type “Fake HDD”
- Read / Fix malicious Master Boot Record (MBR) — Even hidden by rootkit
- List / Fix SSDT – Shadow SSDT – IRP Hooks (Even with inline hooks)
- Find and restore system files patched / faked by a rootkit
কোন কোন সফটওয়্যার/এড-অন্স/টুলবার ব্রাউজার হ্যাকিং বা হাইজেকিঙ্গের জন্য দ্বায়ী?
“বিরক্তিকর Babylon/SweetIM/অন্যান্য সার্চ ইঞ্জিন/টুলবার ব্রাউজার এবং কম্পিউটার থেকে কিভাবে মুছবেন?” পোস্টটি পড়ুন কোন কোন এড-অন্স, টুলবার ব্রাউজার হ্যাক বা হাইজেকিংএর জন্য দায়ী এবং তা কিভাবে ক্লিন করবেন তার উপায় জানার জন্য।
তাছাড়া, আপনি কিছু কিছু ফেইক সফটওয়্যার অর্থাৎ Rogue দেখতে পাবেন, যেমনঃ http://en.wikipedia.org/wiki/List_of_rogue_security_software . এই সফটওয়্যারগুলোও ব্রাউজার হ্যাকিংয়ের জন্য দায়ী। অনেকসময় এই Rogueগুলোকে আমাদের উইন্ডোজের আনইন্সটল দিয়েও রিমুভ করা যায় না, যদি তা ভুলবশত আপনি তা ইন্সটল করেন।
এখন, কিভাবে এই rogue গুলোকে ক্লিন করবেন?
- নরমাল উপায়ে আপনার অচেনা সফটওয়্যার/টুল্বার/এড-অন্সকে আনইন্সটল করুণ
- এখন, উপরে দেয়া লিংক থেকে সফটওয়্যার ডাউনলোড করুণ।
- তারপর, ডবল-ক্লিক করুণ।
- দেখবেন অটো স্ক্যান শুরু হয়েছে।
- স্ক্যান শেষে ডান দিক থেকে fix বাটনগুলোকে ক্লিক করুণ। মনে রাখবেন, এর নিচের ৩টি বক্সে যেন টিক দেয়া থাকে
- হয়ে গেল, এখন CCleaner ব্যবহার করে ক্লিন এবং রেজিস্ট্রি ফিক্স করে, কম্পিউটার রিস্টার্ট করে দেখুন, কাজ হয় কিনা…
আশা করি, আমার শেয়ার করা এই সফটওয়্যার (Rogue Killer) ব্যবহার করে অনেকেই উপকার পাবেন।
ধন্যবাদ পোস্টটি পড়বার জন্য…
ভালো থাকবেন। নিজে জানুন, অন্যকে জানান…
No comments:
Post a Comment