Thursday, 12 September 2013

আপনার ইন্টারনেট কি গতিতে কাজ জেনে নিন। (Speedtest)

speedtest

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?? আশা করি ভাল।

আমাদের দেশে ইন্টারনেটর গতি খুব কম। যেখানে উন্নত বিশ্বে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে সেখানে আমরা অনেক পিছিয়ে।

তারা যেখানে প্রায় 100 Mbps এর উপর ব্যবহার করে সেখানে আমরা Kbps পড়ে আছি।

আর তাছাড়া আমাদের দেশে ইন্টারনেট এর মূল্য ও অনেক বেশী। যায় হোক, সে নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন কাজের কথায় আসি। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার গতি কত অনেকে জানিনা। অর্থ্যাৎ আপলোড ও ডাওনলোড এর গতি কত তা জানিনা। চলুন জেনে নিই।

প্রথমে এইখানে ক্লিক করুন – Speedtest

কিছুক্ষণ অপেক্ষা করুন। 100% Loading হলে Begin Test এ ক্লিক করুন।

অপেক্ষা করুন।  তারপর গতি পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে দেরি না করে দেখে নিন আপনার ইন্টারনেট এর গতি।

ভাল থাকবেনঃ ফেসবুক পেজে লাইক দিন 


No comments:

Post a Comment