Saturday, 14 December 2013

ফেসবুক আইডির ফটো ভেরিফিকেশন ঝামেলা ঝেড়ে ফেলে দিন। অসাধারণ একটি ফেসবুক টিপস ।

বিসমিল্লাহীর রহমানির ‍রাহীম
আজ হঠাৎ আমার একটি ফেসবুক আইডিতে ফটো ভেরিফিকেশন চাইল। কিন্তু আমি তেমন বেশী ফ্রেন্ড রিকুয়েষ্ট দিই নি এই মাত্র 5/6 টা। তারপরও ওরা আমাকে ফটো ভেরিফিকেশনে ফেলে দিন।
তবে আমি কিন্তু একটুও ঘাবড়ে যাইনি। ফেসবুক (ফটোভেরিফেকেশন) কিভাবে ফেস করতে হয় তা আগ থেকেই জানা ছিল (আলহামদুলিল্লাহ)।
যাই হোক এখন আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব কিভাবে ফেসবুক আইডির ফটো ভেরিফিকেশন কে বীরদর্পে মোকাবেলা করবেন।
তো চলুন শুরু করা যাক…….
               আমি মনে করি প্রতিকারের চেয়ে প্রতিরোধই বেশী গ্রহণ যোগ্য। তাই আজ যেই টিপসটি শেয়ার করতে যাচ্ছি সেটা একধরনে প্রতিরোধ মূলক টিপস।
1। আপনার ফেসবুকে লগইন করুন। তারপর নিচের চিত্র গুলো দেখুন… privacy settings  যান।
techtonesbd.com
2। এখন  Timeline and Tagging সিলেক্ট করুন।
techtonesbd.com (1)
3। নিচের ছবিটি দেখুন এখান থেকে Who can add things to my timeline? এ গিয়ে Edit এর ক্লিক করুন।
techtonesbd.com (2)
4।  নিচের চিত্র দেখুন এখানে Disabled সিলেক্ট করুন।
techtonesbd.com (3)
5। অবশেষে Close এ ক্লিক করে ফিরে আসুন।
techtonesbd.com (4)
ব্যাস আলহামদুলিল্লাহ আপনার কাজ শেষ।
এতক্ষন কি করলাম যারা বুঝেন নি তাদের বলছি…. ফেসবুকে তো আর সকল ফ্রেন্ডকে চিনে রাখা যায় না। ধরুন একজন অপরিচিত ফ্রেন্ড আপনাকে যেকোন একটি ছবি ট্যাগ করল। কিছুদিন পর আপনি ফটো ভেরিফিকেশনের ঝামেলায় পড়লেন। তখন ফেসবুক আপনাকে ঐছবিটি দেখিয়ে বলল ভেরিফিকেশন করতে। এখন বলুনতো ঐ ফ্রেন্ডতো আপনার অপরিচিত। আপনি এত এত ফ্রেন্ড থেকে কিভাবে বুঝবেন যে কোন ফ্রেন্ড আপনাকে ঐ ছবিটি ট্যাগ করল। আবার অনেক সময় অনেকে অনেক ধরনে লেখা যুক্ত বা অনেক সময় কুরবানীর ঈদের সময় গরুর ছবিও ট্যাগ করে থাকে। বলুনতো এখন কি ছবি দেখে বলা সম্ভব যে কে আপনাকে এই ছবিটি ট্যাগ করল?
যখন কেউ আপনাকে কোন ছবি ট্যাগ করে তখন ঐছবিটি অটোমেটিকলি আপনার টাইমলাইনে এসে যায়। কিন্তু উপরের টিপসটি যদি আপনি গ্রহণ করেন তাহলে অটোমেটিকলি আর টাইমলাইনে আসতে পারবে না, আপনার অনুমতি লাগবে।
অর্থাৎ যখন কেউ আপনাকে কোন কিছু ট্যাগ করবে তখন ঐট্যাগ টি আপনার কাছে অনুমতি চাইবে আপনার টাইমলাইনে এড হওয়ার জন্য। আপনি যদি চান এই ট্যাগটি গ্রহণ করতে তাহলে Add to timeline এ ক্লিক করলেই আপনার টাইমলাইনে এড হয়ে যাবে। আর আপনি চান যে এই ট্যাগটিকে আপনি গ্রহণ করবেন না। তাহলে
Hide এ ক্লিক করে Remove করে দিতে পারবেন।
এভাবে সবট্যাগ গুলিকে রিমুভ করে দিয়ে আপনার আইডিকে ট্যাগ মুক্ত রাখুন। যদি কোন দিন আপনাকে ভেরিফিকেশনে ফেলে দেয় তাহলে শুধুমাত্র আপনার মোবাইল ভেরিফিকেশন চাইবে। যা একদম সহজ শুধু মাত্র আপনার মোবাইলে একটি কোড এসএমএস এ আসবে আর সেই কোডটি ভেরিফিকেশন বক্সে দিয়ে দিলেই আপনাকে আব‍ার আইডিটি খুলে দিবে ইনশআল্লাহ।
তাই আর আপনাকে ফটোভেরিফিকেশনের ঝামেলায় পড়তে হবে না। কারণ আপনিতো আগেই সকল ট্যাগ রিমুভ করে রেখেছেন।
ভাই অনেক বুঝিয়ে বলার চেষ্ট করেছি। চেষ্ট করেছি যেন আমার এই লেখাটি থেকে সাবই যেন উপক‍ৃত হয়। তবে বুঝাতে পেরেছি কিনা জানি না। অবশেষে বলতে চাই….
ভাই আমিওতো আপনারই মতই একজন রক্তে মাংসে গড়া মানুষ। তাই আমার কি ভূলত্রূটি হতে পারে না?
।।আল্লাহ হাফেজ।।।

Thursday, 19 September 2013

জেনে নিন Mouse এর Scroll/Middle Button এর নানান ব্যবহার!

022724_mouse-scroll-wheelসবাই কেমন আছেন।ভালো আছেন তো? আবার চলে আসলাম আপনাদের মধ্যে।
পিসি হেল্পলাইন,বিডি ছেড়ে কি থাকা যায়। তো আমি আজকে একটি ক্ষুদ্র টিপস শেয়ার করবো।কিন্তু বিজ্ঞ জন পড়বেন না আর পড়লে টিপ্পনী কাটবেন না।ত কাজের কথায় আসি।
আশা করি যারা জানে না তাদের ভাল লাগবে।মাউস ছাড়া কম্পিউটার কে ভাবা যায় না। এটির কিছু গোপন কাজ আছে যা হয়ত আমরা অনেকে জানিনা। তো চলুন দেখি কি এর গোপন কাজগুলি। আমরা মাউসের Scroll/Middle Button কে ব্যবহার করি শুধুমাত্র পেইজ Scroll করার কাজে। আসুন জেনে নিই এর অন্যান্য ব্যবহার কৌশল:
1. আপনার ব্রাউজারের যে কোন Tab এর উপর Middle Button Click করুন, ঐ Tab টি বন্ধ হয়ে যাবে।
2. Website এর যে কোন লিংককে নতুন একটি Tab এ Open করতে চাইলে লিংকটিতে Middle Button Click করুন।
3. আপনার যদি ফোল্ডারে বুকমার্ক Organize করার অভ্যাস থাকে তাহলে ঐ Folder এ Middle Button Click করুন সাথে সাথে ঐ ফোল্ডারের অন্তর্ভুক্ত সব লিংকগুলো আলাদা আলাদা Tab এ Open হবে।
4. Page Scrolling এর জন্য Middle Button click and hold করে মাউসটি উপরে নিচে Move করান।
তো বন্ধু রা চেষ্টা করে দেখেন যেগুলো বললাম তা সঠিক কিনা।
ক্ষুদ্র জ্ঞান তাই ক্ষুদ্র পোষ্ট। ভালো লাগলে কমেন্ট করুন আর উৎসাহ দিন ভবিষ্যৎ লেখার জন্য।আজ এইটুকু থাকল পরে আবার দেব।
সবাই ভালো থাকবেন ।আমাকে ভালো রাখবেন।
 ঃঃঃঃঃঃঃঃধন্যবাদ সবাইকেঃঃঃঃঃঃঃঃঃ 



pchelplinebd এর মত ফ্রি ওয়েবসাইট তৈরি করি

আশা করি আপনারা ভাল আছেন । আজ আপনাদের জন্য নিয়ে এলাম ফ্রি ওয়েবসাইট তৈরি টিউটিরিয়াল । আমাদের আনেকের ইচ্ছা নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে । কোন ব্লগারের ইচ্ছা নেই যে টেকটিউনের মত একটা সাইট থাকুক । যাই হোক এবার কাজের কথায় আসি ।

১ । প্রথমে dot.tk হতে একটা ফ্রি ডোমেইন নেই । http://www.dot.tk
তাহলে আপনার সাইটের নাম হবে e.g – itrongbd.tk or ittunebd.tk
এইবার ডোমাইন নেবার পালা এই লিংকে যাই – ডট.Tk
Get a Free .TK Domain Name এ আপনার ডোমেইন নাম দিন -


তার পরে go তে কিল্ক করুন . দেখুন নিচের মতে একটা পেজ আসবে থিকভাবে ফরম পূরণ করুন -



use your new domain এ থেকে use domain এ সিলেক্ট করুন তারপরে Your own domain সিলেক্ট করুন
এইবার server name এর পালা
server name : ns1.20gbfree.com ip : na
servername : ns2.20gbfree.com ip : na
Registation leanth : 12 month selected করুন ।
capctha পুরুন করুন

Singup কিল্ক করে yahoo or gmail or facebook etc id দিয়ে রেজিস্টিসন করুন ।
আপনার ডোমেইন নেয়া শেষ ।

২ । এইবার hosting নেবার পালা । http://www.20gbfree.com গিয়ে hosting নেন
Hosting Details -
Features
Price or any hidden costs? Free
Disk space 20GB
Bandwidth 200GB
Addon domains Unlimited
No ads yes
Email accounts Unlimited
FTP accounts Unlimited
MySQL database 10
Free Subdomains Unlimited
Parked domain Unlimited
Website builder & Publisher yes
Web Design Templates yes
No contract! yes
Free / Instant setup yes
Help Center & Support yes
Knowledge Base & FAQ yes
Weekly backups yes
99.9% Uptime yes
এই রকম সুবিধা free hosting খুবি কম দেয়



ঠিক মত ফরম পুরুন করুন । Email verified করে একাউন্ট active করুন ।
Hosting Menu তে কিল্ক করে create new তে কিল্ক করে আপনার ডোমেইন নাম ও password দিয়ে captcha পূরন করুন ।
এবার auto install থেকে ওয়ার্ডপ্রেস install করুন ।
wordpress admin user name ও password দিন ।
ব্যাস আপনার কাজ শেষ । এইবার আপনার সাইট ওকে ।

আপনার জিমেইল আইডি থেকে ফ্রি এসএমএস পাঠান যেকোন মোবাইলে

আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালই আছেন।
ইন্টারনেট বিশ্ব কে শক্তিশালী বন্ধনে আবদ্ধ করেছে । আমরা এখন পত্রিকার বদলে অনলাইনে নিউজ পড়ি । আমাদের মধ্যে অধিকাংশই এখন কাগজ কলমের বদলে ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করে । আমরা অনলাইন এ চলচিত্র দেখি, যা বর্তমানে এক ব্যাপক ব্যবসা উদ্যোগে পরিণত হয়েছে । আমরা এখন ইন্টারনেট এর সাহায্যেই কেনাকাটা বা বিল পরিশোধ করতে পারি । ওয়েব বন্ধুত্বকেও বিভিন্ন সামাজিক মিডিয়া তে পরিণত করেছে । এর ফলে আমরা আমাদের শৈশবের বন্ধুদের সাথে সাক্ষাত করার সুযোগ পাই । এটি একটি জীবন পরিবর্তনকারী ঘটনা হতে পারে ।
আবারও আশালাম আপানদের ফ্রী ইন্টারনেট বিষয়ে সাহায্য করতে। আমারা অনেকেই ইন্টারনেট অনেক দিন ধরে ব্যাবহার করে আসছি কিন্তু সহজে ফ্রী কোন কিছু ব্যাবহার করতে পারিনি তাই এবার তাদের জন্য ফ্রী, আজ আপনাদের জন্য একটি মজার জিনিস নিয়ে এসেছি। আপনার জিমেইল আইিড থেকে ফ্রি এসএমএস পাঠান যেকোন মোবাইলে প্রথমে আপনার জিমেইলে লগইন করুন
এর পর নিচের ছবিগুলো দেখে স্টেপ বাই স্টেপ কাজ করুন।

Step#01

 Step#02

Step#03

আপনার কাজ শেষ। কাঙ্খিত নাম্বারে চলে যাবে।
এই ধরনের আরও টিউন পড়তে ক্লিক করুন
ধন্যবাদ অনেক সবাইকে।
 মেতে উঠুন প্রযুক্তির সুরে



মাদারবোর্ডের সিডি হারিয়ে গেছে!!!!! NO চিন্তা।

আসসালামুআলাইকুম, এটা আমার ২য় পোস্ট। যারা জানেননা তাদের জন্য বলছি। কম্পিউটারে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে মাদারবোর্ডের চালক সফটওয়্যার, অর্থাৎ ড্রাইভার ইনস্টল করতে হয়। মাদারবোর্ডের সিডি ড্রাইভারের সঙ্গে এমনিতে থাকে। তবে কোনো কারনে সেটা হারিয়ে গেলে বিপোদে পরতে হয়। এই বিপদ থেকে উদ্ধার পেতে আছে ওয়েবসাইট। নিচে কিছু সাইটেভ ঠিকানা দেয়া হলো, এসব সাইটে বিভিন্ন মাডারবোর্ডের ড্রাইভার পাবেন।




YouTube TV দেখেছেন কি ? না দেখে থাকলে এখনই দেখে নিন

আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের  পোস্ট শুরু করছি। আশা করি  সবাই  ভালো আছেন। আমিও আল্লাহ্‌র রহমতে ভালোই আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম YouTube TV .ইউটিউব কি ,এর কাজ কি তা কারোই না জানার কথা না । আমরা প্রতিনিয়ত কিছু না কিছু দেখার জন্য ব্যবহার করি YouTube . তবে আজ কে আপনাদের এমন একটা টিপস দিব যা ব্যবহার করে বিশ্রাম এবং পুরো স্ক্রীন মোডে YouTube-এ ভিডিও দেখতে পাবেন । নিচ থেকে ব্যবহারের নিয়ম কানুন দেখে নিন ।

✬✬নমুনা চিত্র দেখে নিন✬✬YouTube TV (2)YouTube TV (3)

✬✬নিচের ছবিটার মতন হবে বিভাগ অপশন✬✬YouTube TV (1)

✬✬এই বার চলুন ব্যবহার করার নিয়মে✬✬

ব্যবহার করার নিয়ম টা একটু অন্য রকম । যেহেতু বলেছি এইটা টিভি তাই এর ব্যবহার টাও হবে টিভির মতন । আপনাকে এই টিভি ব্যবহার করতে হবে আংশিক মাউস এবং নিচের ছবিতে দেয়া `কি` দারা । এই `কি` দারা এদিক ওদিক উপড় নিচে চলা চল করতে পারবেন । মাউসের ব্যবহার খুবই কম ।YouTube TV (1)

✬✬ইউটিউব টিভির লিংক✬✬

YouTube TV দেখতে চাইলে আপনাকে যেতে হবে এই লিংকে- youtube.com/leanback    অথবা খুব সহজে দেখতে চাইলে আপনাকে ব্যবহার করতে হবে এই টিপস টি । সাধারন ভাবে ভিডিও দেখার সময় লিংক থাকেwww.youtube.com/watch?v=+++ আর আপনি সেই অবস্তা থেকেই ইউটিউব টিবিতে যেতে পারেন খুব সহজে । এ জন্য আপনাকে www.youtube.com/tv#/watch?v=+++ এই লিংক ব্যবহার করতে হবে । মানে .com/এর পরে অতিরিক্ত tv#/ব্যবহার করতে হবে । আশা করি বুজেছেন  (নিচের ছবি দেখুন)YouTube TV logo

+

✬✬+বোনাস+✬✬

আরে ভাই যান কই ? আপনাদের জন্য আছে বোনাস । সারা জাগানো Krish 3 মুভির সদ্য মুক্তি পাওয়া গান Raghupati Raghav দেখে যান । তাও আবার দেখবেন ইউটিউব টিভিতে :P এখানে ক্লিক করে গানটি দেখে আসুন সাথে ইউটিউব টিভি টাও চেক করে আসুন । ভাল লাগলে মন্তব্য করুন । আপনাদের মন্তব্য আমাদের পোস্ট লিখার আগ্রহ বাড়িয়ে তোলে ।– আজকের মতন এখানে বিদায় নিচ্ছি । সবাই ভাল থাকবেন । 

আসুন google -এর সাথে মজা করি !

আসসালামু আলাইকুম ।
পরমকরুনাময় আল্লাহর নামে শুরু করছি । আজ আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করলাম ।
» যদি গুগলের ডিগবাজি দেখতে চান তাহলে প্রথমে  google.com  -এ যান । এরপর সার্চ-এ  লিখুন Do a barrel roll . এর পর একটু অপেক্ষা করুন । তবে সাবধান, আপনিও যেন গুগলের মত ডিগবাজি না মারেন ।
» প্রথমে   google.com   -এ যান এবং সার্চ বক্সে Zerg rush লিখে এন্টার দিন । এবার ১০ সেকেন্ড অপেক্ষা করুন । কী দেখছেন ? মনে হচ্ছে, google তো শেষ হয়ে গেল !
»  google.com  -এ গিয়ে নির্ভুলভাবে google gravity trick লিখুন । এরপর সার্চ দিন এবং প্রথমে যে লিংক পাবেন তাতে ক্লিক করুন । দেখেন তো কি হলো । গুগল মামার দেখি সবকিছু নিচে পড়ে গেছে !!
» আপনার গিটার বাজানোর শখ, কিন্তু গিটার কেনার টাকা নেই । তাতে কি ! গুগলের গিটার বাজাবেন  এর জন্য কোন টাকা লাগবে না । প্রথমে গিটার http://www.google.com/logos/2011/lespaul.html  লিংকে যান । এরপর মনের মত মাউস আর কি-বোর্ড দিয়ে গিটার বাজান । আপনি চাইলে রেকর্ডও করতে পারেন ।
» আবার google.com  -এ যান । এবার Askew লেখেন । এবার  ওয়েবসাইটের ডান দিকে তাকান । কি দেখলেন ? মজা পাচ্ছেন তো ??
আজ এই পর্যন্ত। ভালো থাকবেন ।
আল্লাহ্‌ হাফেজ ।

ডাউনলোড ছাড়াই ব্রটবেন্ড সারর্ভার থেকে লাইভ মুভি দেখুন কোন জামেলা ছাড়াই ।

আমারা অনেকেই ব্রটবেন্ড লাইন ব্যবহার করি । ব্রটবেন্ড লাইনের একটি বড় সুবিধা হচ্ছে তাদের সারভার থেকে মুভি ডাউনলোড করা । যারা ব্রটবেন্ড ব্যবহার করেন তারা এই বিষয়টি ভাল করেই জানেন । আপনি যদি এই সুবিধাটি না পেয়ে থাকেন তাহলে এখনই আপনার অপারেটর কে জানান ।  ব্রটবেন্ড সারর্ভার থেকে মুভি ডাউনলোড করতে অতি  অল্প সময় লাগে । ১ জিবির একটা মুভি ডাউনলোড করতে সময় নেয় মাত্র ১৫-২০ মিনিট । মানে পিসি থেকে পেনড্রাইভে লোড করার যা সময় লাগে । তবে এই সারভার থেকে মুভি ডাউনলোড করার একটা অসুবিধা ও আছে । তা হল মুভির পরিমান এতটাই বেশি থাকে যে হার্ড ডিস্ক ফুল হয়ে যায় নিমিশেই :P যদি আপনার ব্রটবেন্ড সারর্ভার টি যদি ভাল হয় তাহলে লক্ষ্য করবেন প্রতিদিন ই নতুন কিছু আপলোড করে । আর তা হার্ড ডিস্ক এ সংরক্ষন করতে করতে হার্ড ডিস্ক ফুল হয়ে যায় । আজ আপনাদের আমি এমন একটা টিপছ দিব যা ব্যবহার করে ডাউনলোড ছাড়া সহজেই মুভি দেখতে পারবেন ।
যা যা লাগবে –
  • VLC প্লেয়ার । সংগ্রহে না থাকলে এখান থেকে নিতে পারেন ।
  • ব্রটবেন্ড লাইন (মডেম ব্যবহার কারিরা ২০ হাত দূরে থাকুন)
  • নিচে দেয়া নিয়ম কানুন ।

প্রথমে VLC প্লেয়ার ওপেন করুন । VLC  থেকে ctrl+N চাপুন অথবা Media থেকে Open Network Stream… এ ক্লিক করুন ।1এবার আলাদা একটি অপশন আসবে Open Media নামে । এখানে Network এ এ ক্লিক করুন । এই টা এভাবেই রেখে দিন ।22এবার আপনার ব্রটবেন্ড লাইনের ওয়েব সাইটে প্রবেশ করুন । সাধারনত এই সব সাইটের লিংক একটু অন্য রকম হয় । যেমনঃ7.68.32.45.892 ইত্যাদি ।
এখন ব্রটবেন্ড লাইনের সাইট থেকে আপনার মুভি বা ভিডিও টা টেনে এনে Open Media  এর Please enter a Network URL: তে ছেড়ে দিন অথবা-
3

 -অথবা মুভি বা ভিডিওর উপড় রাইট বাটন চেপে Copy Link Location এ ক্লিক করুন । তার পড় Open Mediaএর Please enter a Network URL: এ Paste করুন ।4
  তার পড় Open Media এর নিচ থেকে Play বাটন চাপুন । আর উপভোগ করুন ।2013-09-17_011034
এই সুবিধাটি শুধু মাত্র ব্রটবেন্ড লাইন ব্যবহার করিরা উপভোগ করতে পারবেন । মডেম দিয়ে কাজ হবে না ।
—————————————————————————————————————————
আজ এই পর্যন্ত । কোন সমস্যা হলে মন্তব্য করবেন । সবাই ভাল থাকবেন ।

কম্পিউটার ইউজার পাসওয়ার্ড হ্যাক, অন্যর ক্ষতির জন্য নয়

কম্পিউটার ইউজার পাসওয়ার্ড হ্যাক!! (Easy)
ধাপ সমূহঃ
১ কম্পিউটার স্টার্ট করুন
২ কম্পিউটার এর login স্ক্রীন আসবে।
৩ এক সাথে কীবোর্ড এর ctr+alt+delete এইটা চাপ
দিলে একটা নতুন উইন্ডো শো করবে ।
এখানে একটা USER BOX
আরেকটা PASSWORD
BOX দেখা যাবে ।
৪ এখানে আপনি লিখবেন
USER BOX এ administrator এবং PASSWORD BOX টা খালি রাখবেন ।
৫ ====OK==== দিন
৬ এখন User Accout এইখানে আপনি সকল user দের দেখবেন এখন আপনি চাইলেই user এর
password remove করতে পারবেন!!
দয়া করে কারো ক্ষতির জন্য এটি করবেন না।
কোন সমস্যা হলে কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ।


৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন

আস্-সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন।
দৈনন্দিন জিবনে আমরা বিভিন্ন ধরনের ওয়েব সাইট ভিজিট করে থাকি। প্রত্যেকটা ওয়েব সাইট একটি নির্দিষ্ট উদ্দেশ্যে/লক্ষ্য কে কেন্দ্র করে তৈরি করা হয়। এবং এতে বিভিন্ন রকম ডিজাইন করে বেশ আকর্ষনীয় করা হয়।
এগুলোর মাঝে ব্যবসায়িক ওয়েব সাইটের পরিমাণই বেশি লক্ষ্য করা যায়। এছাড়া অর্গানাইজেশন এবং নেটওয়ার্কিং ভিত্তিক ওয়েব সাইটের জনপ্রিয়তা তো রয়েছেই। পাশাপাশি তথ্যবিত্তিক ওয়েব সাইট থেকে শুরু করে নানান প্রয়োজনীয় ওয়েব সাইট প্রয়োজনের তাগিদে তৈরি করা হচ্ছে। তবে এগুলোর যাই হোক না কেন, ব্যতিক্রমধর্মী ওয়েব সাইট কিন্তু খুব কমই দেখা যায়।
আমি আজ আপনাদের সাথে কিছু আশ্চর্যজনক ব্যতিক্রমধর্মী ওয়েব সাইট শেয়ার করব, যেগুলো মূলত মানুষকে আশ্চর্য করবার জন্যই তৈরি করা হয়েছে।
এগুলোতে অনেক সুন্দর করে নিখুত ভাবে প্রোগ্রামিং এর কাজ করা হয়েছে যা দেখলেই যে কেউ আশ্চর্য হবারই কথা।
নিম্নে সেগুলোর লিংক শেয়ার করা হল-
(উল্লেখ্য যে, কয়েকটা ওয়েব সাইট লোডিং হতে হয়তো কিছুক্ষন সময় বেশী নিতে পারে)

1. Dontclick.it

2. Phoong.com

3. Bouncy-balls

4. New.gabrieleperici.com

5. Yugop.com

6. Bfish book

7. Skydiver-mike.de

8. Iwit.nl

অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page
সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।

পিসির জন্যে বাংলা রেডিও প্লেয়ার!

পিসি তে লোড করে নিন Online Bangla Radio Player!
Available স্টেশন: Bangladesh Betar, Islamic Radio Bangla, ABC Radio FM 89.2, Radio Foorti 88.0 FM, Radio GoonGoon, Radio GoonGoon HD, Radio Kotha, Radio HoiChoi, BBC Bangla Radio, Lemon 24, Radio SMJ, Radio Dhaka, Radio SwaDesh, Radio Bijoy এবং নিজ ইচ্ছে মত ভ্যালিড লিংক ব্যবহার করে সুনতে পারবেন।
System 1
1. কম্বো বাক্স থেকে যেকোনো একটি রেডিও স্টেশন সিলেক্ট করে নেন।
2. সিলেক্ট করার পর Play বাটন এ ক্লিক করুন।
3. রেডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।
System 2
1. মাউস এর রাইট বাটন ক্লিক করে Properties এ যান।
2. Location থেকে লিংক কপি (ctrl+c) করে নিন।
3. Online Bangla Radio Player এর Stream URL অপসন এ পেস্ট (ctrl+v) করুন।
4. Play Button বাটন এ ক্লিক করুন।
Size: 444 KB






আপনার ব্লগ পোস্টের ছবি গুলিতে ALT TAG দিতে ভুলে যান?

একটি সাইটের পোস্টের ছবি গুলি সার্চ ট্রাফিক পাওয়ার জন্য অনেক বর এবং ভাল একটি মাধ্যম কারন একটি ছবির জন্য কম সার্চ হয় না. তাই আপনার পোস্টের ছবি গুলিকে সার্চ ইনজিন বান্ধব করতে সর্বদা সচেষ্ট থাকতে হবে.
আর আপনার পোস্টের ছবি গুলিকে সার্চ ইনজিন বান্ধব করার একমাত্র উপায় ছবি গুলিতে ALT TAG ব্যাবহার করা. কারন সার্চ ইনজিন বোট আপনার ছবি গুলিকে
পরতে পারেনা যদি সেগুলিতে ALT TAG ব্যাবহার করা না হয়ে থাকে.
ALT TAG মুলত এক বা একাধিক কি ওয়ার্ড যে টি দ্বারা সার্চ ইনজিন বোট কে বোঝানো হয় ছবি টি কি সম্পর্কিত বা কি.
আপনার পোস্টের ছবি গুলি মুলত পোস্টের শিরোনাম সম্পর্কিত ই হয়ে থাকে তাই আজকে আমি আপনাদের সাথে যে প্লাগিন টি শেয়ার করতে যাচ্ছি সেটি আপনার পোস্টের ছবি গুলিতে পোস্টের শিরোনাম গুলিকে সয়ংক্রিয় ভাবে ALT TAG হিসেবে যোগ করে দেয়.


seo-friendly-images-plugin setting
প্লাগিন টির নাম SEO Friendly Images
কোন কিছু ভুল হয়ে থাকলে মাফ করবেন