Friday, 18 April 2014

আপনার কম্পিউটার কে ১০০ % নিশ্চিতভাবে Autorun.inf ভাইরাস থেকে দূরে রাখুন

প্রথমেই start থেকে run এ যান এবং লিখুন
regedit
এরপর নিচের সিরিয়াল অনুযায়ী serially ক্লিক করতে থাকুন
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
সিরিয়ালি ক্লিক করার পর বাম পাশে NoDriveTypeAutoRun এ ডাবল ক্লিক করুন এবং মান বসান ff
ok করুন
এবার আবার start থেকে run এ যান এবং লিখুন regedit
এরপর নিচের সিরিয়াল অনুযায়ী serially ক্লিক করতে থাকুন
[HKEY_USERS\.DEFAULT\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
সিরিয়ালি ক্লিক করার পর বাম পাশে NoDriveTypeAutoRun এ ডাবল ক্লিক করুন এবং মান বসান ff
ok করুন.
ব্যস হয়ে গেল আপনার কম্পিউটার autorun ভাইরাস মুক্ত।
এবার আপনি নিশ্চিত থাকতে পারেন।
আজ এই পর্যন্তই
কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন    ।।

No comments:

Post a Comment