জীবন মানুষকে খুব বেশী সুযোগ দেয় না। যদি ও মাঝে সাঁঝে একটু আধটু দেয়, কিন্তু মানুষ সেটাকে বুঝতে না পেরে অবহেলায় ঠেলে দেয় পাদুকা তলে। আর সময় যখন প্রতিকূলে চলে যায় তখন সেই সুযোগকে বুঝতে পেরে কপাল থাপড়ানো টাই মানুষের স্বভাব। কিছু ভয়, কিছু লজ্জা, কিছু জড়তার কারণে মোক্ষম সময়কে অবহেলা করা কোন বুদ্ধিমানের কাজ নয়। আপনি হয়তো কারো জন্য মনের ভিতরে ভালোবাসার পাহাড় বানিয়ে বসে আছেন। কিন্তু যার জন্য আপনার এত কিছু সে হয়তো পুরোপুরিই বেখবর। এমন ও তো হতে পারে আপনার মতই সে আপনাকে ভালোবাসে। আপনার মতই জড়তা, ভয় আর লজ্জার জন্য মুখ খুলতে সে নারাজ। হয়তো আপনার মুখ খোলার জন্য সে অপেক্ষমাণ। আপনার ঐ চুপ থাকাটা সারা জীবন আপনার কষ্টের কারণ হয়ে থাকতে পারে। যা হবার হবে। সে না করে দিলে আপনার পৃথিবী তো আর শেষ হয়ে যাচ্ছে না। কিন্তু শুধু মাত্র একটুখানি সাহস নিয়ে বলে ফেলুন তাকে যাকে আপনি মন থেকে সত্যিকার ভালোবাসেন। প্রতিদিন তিল তিল করে মরার চেয়ে একবারে এক সাথে মরা হাজার গুণ ভালো।
No comments:
Post a Comment