Friday, 12 July 2013

আপনার পোষ্টটি কতবার দেখা (Post Views) হয়েছে তা প্লাগিন ছাড়াই সাইটে যুক্ত করুন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আমরা সাধারণত ওয়ার্ডপ্রেস সাইটের পোষ্টগুলো কতবার পড়া হয়েছে তা দেখতে প্লাগিন ব্যবহার করি। আর প্লাগিন ব্যবহার সাইট কিছুটা ধীরগতির হয়। িএজন্য আমরা প্রয়োজনীয় কোড ব্যবহার করি। নিচে কিছু কোড দিয়েছি। এগুলি ব্যবহারে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের পোষ্টটি কতবার দেখা হয়েছে তা দেখতে পারেন।
এজন্য আপনাকে যা যা করতে হবে?
স্টেপ-১: প্রথমে আপনার functions.php ফাইলে এ যান । সেখানে সবার নিচে ?> এরকম ট্যাগ দেওয়া আছে দেখুন এবং এই ট্যাগের আগে নিচের কোডগুলি বসিয়ে দিন।
// function to display number of posts.
function getPostViews($postID){
$count_key = 'post_views_count';
$count = get_post_meta($postID, $count_key, true);
if($count==''){
delete_post_meta($postID, $count_key);
add_post_meta($postID, $count_key, '0');
return "0 View";
}
return $count.' বার পড়া হয়েছে';
}

// function to count views.
function setPostViews($postID) {
$count_key = 'post_views_count';
$count = get_post_meta($postID, $count_key, true);
if($count==''){
$count = 0;
delete_post_meta($postID, $count_key);
add_post_meta($postID, $count_key, '0');
}else{
$count++;
update_post_meta($postID, $count_key, $count);
}
}
স্টেপ-২: তার পর আপনি single.php এর টাইটেল ট্যাগ এর নিচের কোডটুকু বসান।
<?php setPostViews(get_the_ID()); ?>
স্টেপ-৩: সর্বশেষে আপনি নিচের কোডটুকু সেই জায়গাতে বসান যেখানে আপনি পোষ্ট ভিউ দেখতে চান। যেমন index.php, single.php ইত্যাদি।
<?php echo getPostViews(get_the_ID()); ?>
তারপর আপনার সাইটটি একটি রিফ্রেশ দিয়ে দেখুন আপনার পোষ্টটি কতবার পড়া হয়েছে। তার শো করছে। নিচে স্ক্রিনশটের মত ।
24sgdtdo
আর কোন সমস্যা হয়ে মন্তব্যের ঘরে আমাকে জানান।

ব্লগস্পট ব্লগে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যোগ করবেন যে ভাবে।

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আমরা যখন বিভিন্ন ব্লগস্পট ব্লগে ভিজিট করি তখন কিছু কিছু ব্লগে দেখা যায় সেখানে ঢোকার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক প্লে হয়। যদিও এই ধরনের মিউজিক আপনার ব্লগস্পট ব্লগের লোড টাইম বাড়িয়ে দেয় তার পরও এই ধরনের মিউজিক শুনতে অনেকের কাছে ভালো লাগে। তাই আমি আজ আপনাদের দেখাবো কি ভাবে আপনি আপনার ব্লগস্পট ব্লগে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করবেন। তাহলে চলুন শুরু করা যাক:
১. প্রথমে নিচে থেকে এই কোড টা কপি করে নিন:
২. আপনার নিজের মিউজিক/ এমপিথ্রি ফাইলের এড্রেস এই কোডের মধ্যে রিপ্লেস করুন।
৩. এখন আপনার ব্লগস্পটের ড্যাশবোর্ড হতে থিমটি এডিট মোডে ওপেন করুন।
৪. আপনার কোড টুকু ট্যাগ এর পরে বসিয়ে দিন।
৫. আপনার ব্লগের হোমপেজ রিফ্রেশ করুন।
এবার উপভোগ করুন আপনার ব্লগস্পটের ব্যাকগ্রাউন্ড মিউজিক। ধন্যবাদ সবাইকে।

এক্ষুনি দেখে নিন ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করা যায় এমন ওয়েব সাইট???

আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা নয় বিশ্বাস করি আপনার সকলে ভাল আছেন। আপনাদের সকলের শুভ কামনা নিয়ে আমার আজকের লেখা শুরু করছি। আপনারা জানেন আপনাদের সাথে প্রতি বারের মত নতুন কিছু নিয়ে হাজির হই। এবার আপনাদের জন্য নতুন একটি চমক আছে। বিষয়টি হলো আমরা অনেক ক্ষেত্রে ইংরেজি লেখা আটিকেল বাংলায় পড়তে ভাল বাসি। তাই সেদিক লক্ষ্য রেখে আপনাদের সাথে এই বিষয় শেয়ার করবো বলে মন স্থীর করলাম। তাই আমি আপনাদের সাথে প্রয়োজনীয় সাইটগুলো শেয়ার করলাম। যাক কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আশা যাক। ইংরেজি লেখা আমরা খুবই সহজে বাংলায় রুপান্তর করবো। এবার তাহলে দেখে নিন সাইটগুলো। সাইটগুলো হলো নিন্মরুপ———-
বাংলায় অনুবাদ করার জন্য নিচের লিংকগুলো ভিজিট করুনঃ
indexfrdf
এছাড়া আরো অনেক অনুবাদক সাইট আছে যা আমি আপনাদের সামনে পরবর্তী পোষ্টে তুলে ধরবো। আজ আর বিশদ আলোচনা না করে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।

১ সেকেন্ডেই তৈরি করুন E-mail ID!!

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । পোস্ট এর টাইটেল পড়ে কি মনে হচ্ছে অসম্ভব একটি জিনিস। না অসম্ভব নয়। ১ সেকেন্ডে এর কম সময়ে আপনি তৈরি করবেন আপনার ইমেইল। তাহলে আপনাদের বলি আপনাদের কিভাবে কি করতে হবে। অনেক সময় অনেক ওয়েবসাইট এ সাইনআপ করতে হয় ফলে আমাদের দরকার হয় একাধিক ইমেইল। আর আমরা অনেক কষ্ট করে এই ইমেইল এড্রেস তৈরি করি। আজকে যে  উপায়টি দেখাব তাতে কোন সাইন আপ করা লাগবে না, কোন পাসওয়ার্ড ও লাগবে না । এটি ফ্রি আনোনিমাস ইমেইল এড্রেস। শুধু ইমেইল এড্রেস লিখলেই আপনিতার ইনবক্স দেখতে পারবেন। যতো খুশি তত ইমেইল তৈরি করতে পারবেন। >>প্রথমে আপনাকে এই লিংক yopmail .com এখানে এ যেতে হবে। >>তারপর বক্সে আপনার ইমেইল এর @ এর পূর্বের নাম লিখে Check Inbox এ ক্লিক করুন। যেমনঃ আপনি যদি  Rajwyn.bd লেখেন তাহলে আপনার ইমেইল এড্রেস হবে Rajwyn.bd@yopmail.com >>Check Inbox এ ক্লিক করেই আপনি আপনার ইনবক্স দেখতে পারবেন। সহজেই আপনার ইমেইল এড্রেস তৈরি হয়ে গেল।
ধন্যবাদ ভালো থাকবেন



সফটওয়্যার মেলা ১ (সব সময় আপডেট ভার্সন একই লিংক থেকে)

সবাই আশা করি ভাল আছেন.
চলে যাই মুল আলোচনায় । এই মেলা তে আমি মূলত নিত্ত প্রয়জনিও  কিছু সফটওয়্যার শেয়ার করব যে গুলা একজন ব্যাবহার কারি একটা পিসি তে নতুন করে উইন্ডোজ সেটআপ দেয়ার পর প্রয়জন হতে পারে অতবা  ইন্টারনেট ব্যাবহার করতে প্রয়জন হতে পারে অতবা প্রয়জন ছাড়া ও প্রয়জন হতে পারে :D
আমি কেন বললাম> “সব সময় আপডেট ভার্সন একই লিংক থেকে” <এই জিনিষ টি আপনাদের কে একটু ক্লিয়ার করি। আমি সফটওয়্যার এর যে ডাউনলোড লিংক (Hosting  link) শেয়ার করব আপনাদের সাথে ঐ লিংক থেকে আজ যদি আপনে ডাউনলোড করেন তাহলে আপনে পাবেন ঐ সফটওয়্যার টির নতুন ভার্সন , আবার আপনে যদি ১/২ বৎসর পর ডাউনলোড করেন তাহলে ও পাবেন নিউ ভার্সন (মানে সব সময় আপডেট ভার্সন ) ব্যাপার টি অনেক মজার আপনারা যখন ডাউনলোড করবেন তখন বুঝতে পারবেন :)
ডাউনলোড এর নিয়ম টা বলে দেই । ডাউনলোড করতে প্রথমে আপনার পছন্দের সফটওয়্যার টির নামে ক্লিক করুন যেমন> ( Mozilla Firefox 16.0 Beta 5)তার পর ডান দিকে >(Download Latest Version) এ ক্লিক করুন জাস্ট একটু সময় অপেক্ষা করুন আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে । তাহলে শুরু করে দিন ডাউনলোড :P
  1. Mozilla Firefox 16.0 Beta 5
  2. Google Chrome 23.0.1271.10 Dev
  3. Internet Explorer 8.0 XP
  4. Flock 2.6.1
  5. Opera 12.02
  6. Safari 5.1.7
  7. Comodo Dragon Internet Browser 21.2
  8. Adobe Air 3.5.0.290 Beta
  9. Java Runtime Environment
  10. Yahoo! Messenger 11.5.0.228
  11. Skype 5.11.0.102 Beta
  12. Windows Live Messenger 2012
  13. Pidgin 2.10.6
  14. Google Talk 1.0.0.104 Beta
  15. Nimbuzz  2.3.1   
  16. NET Framework Version 4.5
  17. NET Framework Version 3.5 SP1
  18. NET Framework Version 2.0 SP1
  19. DirectX 9.0c (Jun 10)
  20. Adobe Reader 10.1.4
  21. MS Word Viewer 11.0.8173
  22. Foxit Reader 5.4.3.0920
  23. PrimoPDF 5.1.0.2
  24. ImgBurn 2.5.7.0
  25. iTunes 10.7
  26. VLC Media Player 2.0.3 (32-bit)
  27. VLC Media Player 2.0.2 (64-bit)
  28. Windows Media Player 11
  29. jetAudio 8.0.17 Basic
  30. RealPlayer 15.0.6.14
  31. CCleaner 3.22.1800
  32. Avast! Free Antivirus 7.0.1466
  33. Avira AntiVir Personal 13.0.0.2681
  34. AVG Free Edition 2013.0.2677 (32-bit)
  35. Microsoft Security Essentials (XP)
  36. Microsoft Security Essentials (Vista)
  37. BitTorrent 7.7.0 Build 27987
  38. uTorrent 3.2.1 RC1
  39. TeamViewer 7.0.14563
  40. EASEUS Partition Master 9.1.1
  41. 7-Zip
  42. WinRAR 4.20
  43. FileZilla 3.5.3
  44. Recuva 1.43.623
  45. Fraps 3.5.9
  46. ACDSee 15.0.169
  47. Google Earth 6.2.2.6613
  48. Photoscape 3.6.2
  49. Photoshine Mini 4.0
  50. Nero BurnLite 10.0.106
(আমি এই সফটওয়্যার গুলার বর্তমান ভার্সন নাম টা জাস্ট দিলাম।  কিন্তু আপনারা যখন ই ডাউনলোড করবেন তখন পাবেন ঐ সফটওয়ারের নতুন ভার্সন )

পবিত্র মাহে রমজানের ইফতার ও সেহরির সময়সূচি ২০১৩

আসসালামু আলাইকুম,
সবাইকে পবিত্র রমজানুল মোবারাক, আশা করি আমার মুসল্লি ভাইয়েরা ভালো আছেন। আজ পহেলা রমজান। রহমত , মাগফিরাত ও নাজাতের মহিমা নিয়ে আসে মাহে রমজান। পবিত্র এই মাসের ফজিলত বলে শেষ করা যাবেনা। এই মাসে জাহান্নামের দরজা থাকে রুদ্ধ, শয়তান থাকে শৃঙ্খলিত, এই মাসেই রয়েছে সহস্র মাসের চেয়েও শ্রেষ্ঠ ‘লাইলাতুল কদর’।
রমজান শব্দটি এসেছে “রময” থেকে যার অর্থ হচ্ছে ভস্মীভূত করা। এখানে ভস্মীভূত করা বলতে বুঝানো হয়েছে সিয়াম সাধনের মাধ্যমে আমাদের মনের খারাপ প্রবৃত্তিকে ধ্বংস করা। রমজান মাস সিয়াম সাধনের মাস, সংযমের মাস। এই রমজানের মূল লক্ষ্য হলো খারাপ দেখা, খারাপ শোনা এবং খারাপ বলা থেকে নিজেকে বিরত রাখা এবং বাকি মাসগুলো এর আমল করা।


ঢাকার সময়ের সঙ্গে যোগ করতে হবে
জেলাসেহরিইফতার
পটুয়াখালী, মাদারীপুর, ঝালকাঠি১ মিনিট১ মিনিট
বরগুনা, রাজবাড়ী, শেরপুর, মানিকগঞ্জ, পিরোজপুর, জামালপুর, টাঙ্গাইল২ মিনিট২ মিনিট
ফরিদপুর, গোপালগঞ্জ,বাগেরহাট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম৩ মিনিট৩ মিনিট
গাইবান্ধা, খুলনা, নড়াইল, লালমনিরহাট, মাগুরা৪ মিনিট৪ মিনিট
বগুড়া, পাবনা, রংপুর, ঝিনাইদহ,যশোর, কুষ্টিয়া৫ মিনিট৫ মিনিট
সাতক্ষীরা, জয়পুরহাট, নাটোর, নওগাঁ৬ মিনিট৬ মিনিট
চুয়াডাঙ্গা, নীলফামারী, রাজশাহী, দিনাজপুর৭ মিনিট৭ মিনিট
মেহেরপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও৮ মিনিট৮ মিনিট
চাঁপাইনবাবগঞ্জ৯ মিনিট৯ মিনিট
ঢাকার সময় থেকে বিয়োগ করতে হবে
ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ১ মিনিট১ মিনিট
ভোলা, চাঁদপুর, নরসিংদী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, লক্ষীপুর২ মিনিট২ মিনিট
নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া৩ মিনিট৩ মিনিট
কুমিল্লা, সুনামগঞ্জ৪ মিনিট৪ মিনিট
হবিগঞ্জ, ফেনী৫ মিনিট৫ মিনিট
মৌলভীবাজার, চট্টগ্রাম, সিলেট৬ মিনিট৬ মিনিট
কক্সবাজার, খাগড়াছড়ি৭ মিনিট৭ মিনিট
রাঙামাটি, বান্দরবান৮ মিনিট৮ মিনিট

আজকে আপনাদের জন্য পবিত্র রমজানের ইফতার ও সেহরির সময়সূচি ২০১৩  এর চারটি আকর্ষণীয় এইচডি ক্যালেন্ডার আনা হয়েছে। এই রমজান প্যাকেজে থাকছে,
১। ইফতার ও সেহরির সময়সূচি ২০১৩ [ ঢাকার সময়ের সঙ্গে যোগ- বিয়োগসহ ]
২। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার ইফতার ও সেহরির সময়সূচি ২০১৩
৩। চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার ইফতার ও সেহরির সময়সূচি ২০১৩
৪। ময়মনসিংহ ও তার পার্শ্ববর্তী এলাকার ইফতার ও সেহরির সময়সূচি ২০১৩
৫। এছাড়া অন্যান্য জেলার জন্য নির্দিষ্ট সময়ের সঙ্গে যোগ- বিয়োগ  করে সময়সূচি বের করা হয়েছে।

 50288
ইফতার ও সেহরির সময়সূচি ২০১৩ ।। ২.৫ এমবি