Friday, 12 July 2013

১ সেকেন্ডেই তৈরি করুন E-mail ID!!

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । পোস্ট এর টাইটেল পড়ে কি মনে হচ্ছে অসম্ভব একটি জিনিস। না অসম্ভব নয়। ১ সেকেন্ডে এর কম সময়ে আপনি তৈরি করবেন আপনার ইমেইল। তাহলে আপনাদের বলি আপনাদের কিভাবে কি করতে হবে। অনেক সময় অনেক ওয়েবসাইট এ সাইনআপ করতে হয় ফলে আমাদের দরকার হয় একাধিক ইমেইল। আর আমরা অনেক কষ্ট করে এই ইমেইল এড্রেস তৈরি করি। আজকে যে  উপায়টি দেখাব তাতে কোন সাইন আপ করা লাগবে না, কোন পাসওয়ার্ড ও লাগবে না । এটি ফ্রি আনোনিমাস ইমেইল এড্রেস। শুধু ইমেইল এড্রেস লিখলেই আপনিতার ইনবক্স দেখতে পারবেন। যতো খুশি তত ইমেইল তৈরি করতে পারবেন। >>প্রথমে আপনাকে এই লিংক yopmail .com এখানে এ যেতে হবে। >>তারপর বক্সে আপনার ইমেইল এর @ এর পূর্বের নাম লিখে Check Inbox এ ক্লিক করুন। যেমনঃ আপনি যদি  Rajwyn.bd লেখেন তাহলে আপনার ইমেইল এড্রেস হবে Rajwyn.bd@yopmail.com >>Check Inbox এ ক্লিক করেই আপনি আপনার ইনবক্স দেখতে পারবেন। সহজেই আপনার ইমেইল এড্রেস তৈরি হয়ে গেল।
ধন্যবাদ ভালো থাকবেন



No comments:

Post a Comment