Friday, 12 July 2013

এক্ষুনি দেখে নিন ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করা যায় এমন ওয়েব সাইট???

আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা নয় বিশ্বাস করি আপনার সকলে ভাল আছেন। আপনাদের সকলের শুভ কামনা নিয়ে আমার আজকের লেখা শুরু করছি। আপনারা জানেন আপনাদের সাথে প্রতি বারের মত নতুন কিছু নিয়ে হাজির হই। এবার আপনাদের জন্য নতুন একটি চমক আছে। বিষয়টি হলো আমরা অনেক ক্ষেত্রে ইংরেজি লেখা আটিকেল বাংলায় পড়তে ভাল বাসি। তাই সেদিক লক্ষ্য রেখে আপনাদের সাথে এই বিষয় শেয়ার করবো বলে মন স্থীর করলাম। তাই আমি আপনাদের সাথে প্রয়োজনীয় সাইটগুলো শেয়ার করলাম। যাক কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আশা যাক। ইংরেজি লেখা আমরা খুবই সহজে বাংলায় রুপান্তর করবো। এবার তাহলে দেখে নিন সাইটগুলো। সাইটগুলো হলো নিন্মরুপ———-
বাংলায় অনুবাদ করার জন্য নিচের লিংকগুলো ভিজিট করুনঃ
indexfrdf
এছাড়া আরো অনেক অনুবাদক সাইট আছে যা আমি আপনাদের সামনে পরবর্তী পোষ্টে তুলে ধরবো। আজ আর বিশদ আলোচনা না করে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment