'সেইরকম চা খোর' মোশাররফ করিম এবার হয়েছেন 'সেইরকম দুধ চা খোর'।
ট্রেনে উঠেছেন। এই ট্রেনে আবার চা এর ব্যাবস্থা থাকলেও দুধ চায়ের ব্যাবস্থা নাই।
প্রত্যেক বগিতে লাল চায়ের কাপ ধরে হাঁটছেন আর সবাইকে বলছেন, "ভাই! একটু দুধ হবে? দুধ চা খাইতাম!"
- না ভাই, হইবো না!
"ভাই একটু দুধ হবে? আত্মাডা শুকাইয়া কাঠ হই আছে! একটু দুধ চা খাইতাম"
- হুর মিয়া! আমারে কি দেখতে দুধ দেয়া গরুর মত লাগে? ফুটেন!
"ধুরর! কারো কাছে একটু দুধ নাই! উনিশ টা বগি একটা কাপ দুধ পাইনা।"
**
অবশেষে দুধ না পেয়ে মোশাররফ করিমের পাগলের মত অবস্থা হলো! হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেলো।
কোনরকমে পরের বগিতে প্রবেশ করলেন একটু দুধ পাওয়ার আশায়। একটু পর সেখানে কিছু তরুণ-তরুণীর আগমন ঘটলো।
প্রথম তরুণী- এই যে তোদের পরিচয় করিয়ে দেই! এ হলো আমার ছাগলটা! এরে আমি অনেক ভালোবাসি।
দ্বিতীয় তরুণী- আর হ্যা এটা হলো আমার ইয়ো ইয়ো গরুটা! এ আমাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে।
তৃতীয় তরুণী- আর এই যে এই বডি বিল্ডার টারে দেখছিস! এ হলো আমার বাঘ টা! এরে সবাই জমের মত ভয় পায়!
চতুর্থ তরুণী- আর এটা হলো আমার গুলুগুলু বাচ্চাটা! আমার কিউট বাবুটা! আমরা দুজন দুজন রে এত্তগুলা ভালোবাসি!
**
এদের কথা শুনে হাফ পাগলা মোশাররফ করিমের মেজাজ গেলো আরো সপ্তমে উঠে! তিনি প্রথম কাপলের কাছে গিয়ে বললেন,
"এই যে ভাই! আপনি বলে ছাগল? শুনছি ছাগলের দুধেরও টেস্ট আছে! তা হাফ কাপ দুধ দিবেন? দুধ চা খাইতাম?"
- Who the hell are you?
"আরে ভাই চুপেন, হাফ কাপ দুধ দিতে পারেনা আইছে ইংরাজি বকতে"
**
এবার দ্বিতীয় কাপলের কাছে গেলেন, ছেলেটাকে বললেন,
"ভাই আপনি তো গরু! আর গরুর দুধ চা হইলো খাইবার লাইগা চখাম। তা বেশিনা হাফ কাপ দুধ দিবেন? চা খাইতাম। বুকটা আনচান করতাছে দুধের লাইগা! দিবেন গরু ভাইজান?"
- ভাই আপনি কি পাবনার পাগলাগারদ থেকে ছাড়া পাইছেন রিসেন্টলি?
- ওই হালা চুপ থাক! তোর গার্লফ্রেন্ড রে পাবনা লইয়া যা যে তোরে গরু কইয়া ডাকে! হালা গরু! এক ফোটা দুধ দিবার পারেনা ফইন্নি শালা।
**
এবার তৃতীয় কাপলের কাছে গিয়া হাটুগেড়ে বসে পরলেন মোশাররফ করিম। মানি ব্যাগ বের করতে করতে বললেন,
"ভাইজান আমি শুনছি টাকায় নাকি বাঘের দুধ মেলে। তা ভাইজান আপনি তো বাঘ, পাঁচশ টাকা দিমু শুধু একটু...একটু দুধ আমারে দেন।"
- ওই কি কইলি? বহুক্ষণ তোর পাগলামি সহ্য করছি! এইবার কিন্তু তোরে ট্রেইনের জানালা দিয়া বাইরে ফালায়া দিমু।
"ওই আমারে চোখ রাঙানী দিবিনা! নাকের নিচে চড় মাইরা দাঁত ফালাইয়া দিমু হইন্নির পুলারা। ট্রেনে আসছোস পিরিত করতে আর এক কাপ দুধ আনতে পারোস নাই? তোরা এত্তগুলা গবাদিপশু আর একটা কাপ দুধ দিতে পারোস না, কিসের তোরা গরু, ছাগল, বাঘ? সব হালা তোরা ফইন্নির ঘরের ফইন্নি"
এসব বলতে বলতে হঠাৎ মোশাররফ করিমের চতুর্থ কাপলের দিকে নজর পরলো। চতুর্থ কাপলের পাশেই একটা মহিলা বাচ্চা কোলে নিয়ে বসে আছেন। বাচ্চাটা ফিডার খাচ্ছে।
চোখের পলকে ছোঁ মেরে ফিডার টা নিয়ে দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন মোশাররফ করিম। তিনি চা খাওয়ার জন্য দুধ পেয়ে গেছেন।
**
চতুর্থ কাপলের ছেলেটা তার জিএফ রে বলছে,
"ভাগ্যিস তুমি আমারে বাচ্চা/বাবু বলে ডাকো! তাছাড়া ওইরকম ছাগল, গরু, গাধা ডাকলে আজ আমাকেও গবাদিপশু উপাধি পাওয়া লাগতো!উফফ... বেঁচে গেছি!"
এবার মহিলার কোলে থাকা বাচ্চা টা বলে উঠে, "এই পুচ্চি হালা! মোশাররফ চাচায় তো আমার ফিডার নিয়া গেলো তা তুই বলে এই মাইয়ার বাচ্চা তো তোর ফিডার খান একটু ধার দে, দুয়া কইরা দিবানি যাতে বড় হইয়া গবাদিপশু না হইয়া মানুষ হইস"
https://www.youtube.com/watch?v=3NbrR506A-Y&feature=youtu.be
No comments:
Post a Comment