Friday, 30 August 2013

কিভাবে মোবাইল দিয়ে ফেসবুক পেজে ছবি আপলোড করবেন


>>> এই পোস্টটি ৮৭৮ বার দেখা হয়েছে <<<

THINK CREATIVE BE POSITIVE
আসসালামু আলাইকুম।
টাইটেল দেখে ভাবছেন এ আবার নতুন কি। হ্যা নতুন। আমাদের দেশ এতটা উন্নত নয় যে, নিত্য নতুন প্রযুক্তি পন্য সবাই ব্যবহার করতে পারে। বিশ্বে এখন এন্ড্রয়েট এর ছড়াছড়ি। কিন্তু তার পরেও আমার মত কেউ আছেন যারা বিভিন্ন জাভা বা সিম্ব্রিয়ান নকিয়া সেট ব্যবহার করছেন।
কম্পিউটার দিয়ে খুব সহজে ফেসবুক পেজে ছবি আপলোড/প্রচার করা যায়। এন্ডয়েড বা আইফোন বা উইন্ডোস সেট গুলোতে “ফেসবুক পেজ ম্যানেজার” নামক সফটওয়ার যার মাধ্যমে ফেসবুক পেজ এর অনেক কাজ করা যায়। কিন্তু সবারতো আর ঐ রকম সেট নাই। দেখবেন জাভা বা নকিয়া সেট গুলোতে ফেসবুক পেজে ছবি আপলোড করার কোন অপশনই পাবেন না। আর পেলেও, সেই অপশন দিয়ে ছবি আপলোড করলে, তা পেজের ওয়ালে না এসে, আপলোড ফটোতে জমা হয়। তাই সেই সকল সেট দিয়ে ছবি, পেজে শেয়ার করা হলেও, পেজের ফ্যানসরা কোন রকম নটিফিকেশন পাবে না।
তাহলে…. এটাতো একটা বড় সমস্যা। আজকের এই পোষ্ট এ আমি সেই সমস্যার সমাধান করতে চেষ্টা করবো। চলুন শুরু করি।

এই কাজের জন্য মাত্র একবার আপনাকে কোন কম্পিউটার হতে ফেসবুকে লগিন হতে হবে। কারন আপনি যে পেজের এ্যাডমিন, সে পেজের একটা ইউনিক ইমেইল এ্যাড্রেস আছে। তা আপনাকে জানতে হবে। তাই কম্পিউটার এ লগিন করা লাগবে। তো কম্পিউটারের ফেসবুক এ লগ ইন হোন। এর পর আপনি যে পেজের এ্যাডমিন সেই পেজে যান। এখন পেজের একদম উপরের দিকের Edit page এ ক্লিক করে Update page info তে ক্লিক করুন। নিচের ছবি দেখুন:-
1
এর পর আপনি পেজের ইনফো আপডেটের সেটিংস এ আসবেন। সেখান থেকে More… এ ক্লিক করার পর Mobile  এ ক্লিক করুন। ছবি দেখুন:
2
উপরের কাজ ঠিক মত করতে পারলে আপনি যে পেজের এ্যাডমিন সেই পেজের মোবাইল সেটিংস পেজে যেতে পারবেন। সেখানে দেখবেন এরকম একটি ইমেইল এ্যাড্রেস আছে।
এই ইমেইল এ্যাড্রেস টাই আপনার দরকার। ইমেল এ্যাড্রেসটা কোথাও সেভ করে রাখুন। পরবর্তিতে এটি আপনার দরকার হবে।এখন আপনার আর কম্পিউটারের দরকার নাই। কারন পেজের ইমেইল ঠিকানা আপনি পেয়ে গেছেন।
এখন আপনি আপনার মোবাইলের ব্রাউজারে চলে আসুন। মানে এখন আপনি মোবাইল দিয়ে পেজে ছবি পোষ্ট করতে যাচ্ছেন। আপনি যে ইমেইল ব্যবহার করে আপনার ফেসবুক আইডি বানিয়েছেন তাতে লগিন করুন। যেমন সেটি হতে পারে এরকম: nasir@gmail.com
যদি আপনি জিমেইল দিয়ে ফেসবুক আইডি বানান তাহলে
আর যদি ইয়াহুতে ইমেল থাকে, তাহলে
এ আপনার ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগিন হন। তারপর
Compose Mail এ যান। অর্থাৎ যেভাবে আমরা কাহকে ইমেইল পাঠাই সেভাবে আমরা আমাদের ফেসবুক পেজের ঐ নির্দিষ্ট ইমেইল ঠিকানায় ছবি সহ ইমেইল  পাঠাবো।তাহলেই তা পেজে পোষ্ট হবে।

Compose Mail এ যাবার পর আরেকটি কাজ করতে হবে। সেখানে দেখবেন ইমেইল এর সাথে এটাচ (ফাইল বা ছবি) করার অপশনটি আছে কিনা। যেমন আমি জিমেইল টার কথা বলছি। জিমেইলে সাধারনত মোবাইল দিয়ে লগিন করলে আপনি জিমেইলের ডিফল্টভাবে মোবাইল ভিউতে ঢুকবেন। কিন্তু মোবাইল ভিউতে আবার ছবি এটাচ করা অপশন থাকে না। ছবি দেখুন। আমি আমার মোবাইল দিয়ে জিমেইল এ ঢুকেছি:
3
ছবিটাতে একটু ভাল করে তাকাল। এখানে To আছে, মানে যেখানে আপনি পেজের ইমেইল, যা একটু আগে কম্পিউটারে পেয়েছেন তা এখানে লিখবেন।
এরপর আছে Sub , যেখানে আপনি ছবির জন্য ক্যাপশন লিখবেন।
এবং আরো আছে বডি যেখানে কিছু লিখবেন না। কিন্তু এখানে ছবি যুক্ত করার কোন আপশন নাই। তাই এই পেজের একটু নিচে গেলে View তে দুটি অপশন আছে । একটি হলো basic HTML ও অপরটি হলো mobile. ছবি দেখুন ( লাল গোল চিন্হ দেয়া আছে ):

4

এখান থেকে আপনি basic HTML এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত আসবে। এই কাজটি আপনার মোবাইলে মাত্র একবারই করতে হবে। এরপর যখন আপনি মোবাইল দিয়ে আপনার জিমেইলে ঢুকবেন তা অটোমেটিক্যাললি আপনাকে basic HTML ভিউতে প্রবেশ করাবে। ছবি দেখুন:
5
উপরের ছবিটি জিমেইলের basic HTML ভিউ এর ইনবক্স এর ছবি। এখান থেকে Compose Mail এ ক্লিক করুন।  ছবিতে দেখুন:
6

উপরের কাজটি করার পর আপনি নিচের ছবির মত একটি পেজ পাবেন।ছবি দেখুন:
7
জুম করলে এরকম দেখাবে ছবি দেখুন:
88

উপরের ছবি দেখুন। সেখানের  To এর ঘরে আপনার পেজের যে ইউনিক ইমেল এ্যাড্রেস যা সর্ব প্রথম সেভ করতে বলেছিলাম তা লেখুন। এর পর Sub এর ঘরে আপনার ছবির জন্য ক্যাপশন দিন। এখন Attachments এর ঘরে ক্লিক করে আপনার মোবাইল হতে যে ছবিটি পেজে শেয়ার করতে চান তা দেখিয়ে দিন। নিচের ছবিতে দেখুন আমি আমার পেজে ছবি শেয়ার করার জন্য রেডি করেছি। ছবি দেখুন:
9
এরপর Send এ ক্লিক করে ইমেইল পাঠান। এর পর আপনার ফেসবুক পেজের ওয়ালে এসে দেখুন ক্যাপশন সহ একটি ছবি পোষ্ট হয়েছে। কি দারুন তাই না।

সবার বুঝানোর ক্ষমতা এক নয়।হয়তোবা আমি যেভাবে আপনাকে বুঝাতে চেয়েছি, আপনি সেভাবে নাও বুঝতে পারেন।তাই পোষ্টটি যদি আপনি পুরোপুরি না বুঝেন, বা কোথাও আটকে গেলে আমার ফেসবুক আইডিতে ম্যাসেজ করতে পারেন।
আমার ফেসবুক আইডি kamrulislambhola

৪ টি মোবাইল অপারেটর থ্রিজি লাইসেন্স পাচ্ছে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল

অবশেষে বহুল কাঙ্ক্ষিত থ্রিজি তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে হচ্ছে না কোন প্রতিযোগিতা। আজ ২৯ আগস্ট পূর্বনির্ধারিত ‘বিড আর্নেস্ট মানি’ জমা দেওয়ার শেষ তারিখে টাকা জমা দিতে পারেনি মোবাইল অপারেটর সিটিসেল। ফলে প্রতিযোগিতাহীন থ্রিজি লাইসেন্স পাচ্ছে ৪ টি মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল। এ ব্যাপারে বিটিআরসির পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান প্রিয়.কমকে জানিয়েছেন, অর্থ সংকটের কারণে সিটিসেল থ্রিজি নিলামে অংশ নিতে পারছে না এবং তাদের জন্য নতুন করে কোন সুযোগও দেওয়া হবে না।
জানা গেছে, আজ টাকা জমা দেওয়ার শেষ তারিখে ‘বিড আর্নেস্ট মানি’ জমা দেওয়ার জন্য নতুন করে সময় চাওয়ার চিন্তা করেছিল অপারেটররা।
কিন্তু বিটিআরসি কোনভাবেই সময় বৃদ্ধি করতে রাজি না হওয়াতে শেষ পর্যন্ত আজকেই টাকা দিতে বাধ্য হয় অপারেটররা।
নিলামে অংশ নেওয়ার জন্য পাঁচটি অপারেটর আবেদন করেছিল। আর সংশ্লিষ্ট কমিটি সব আবেদনকে যোগ্য ঘোষণা করে।
কিন্তু নির্ধারিত সময় বৃহস্পতিবার সিটিসেল বিড মানি জমা না দেওয়ায় প্রতিষ্ঠানটি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে।
প্রত্যেক অপারেটরকে ২ কোটি ডলারের সমপরিমাণ ১৫৫ কোটি ৫০ লাখ টাকা বিডমানি জমা দিতে হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদের কাছে এ টাকা জমা দেয় অপারেটরারা।
এখন ৪ টি লাইসেন্সের জন্য ৪ টিই প্রতিযোগী। তাই কারোরই বাদ পড়ার কোন আশংকা নেই। গিয়াসউদ্দিন সাংবাদিকদের বলেন, বির্ড আর্নেস্ট মানি জমা দেয়ার মাধ্যমে নিলাম প্রক্রিয়া সক্রিয়ভাবে শুরু হলো।
পে অর্ডার জমা দেয়ার পর গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসাইন সাংবাদিকদের বলেন, “সিম রিপ্লেসমেন্ট ইস্যুসহ অন্যান্য বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে, নিলামের আগেই এসব সুরাহা হবে বলে আশা করি।”
নিলামের মাধ্যমে শুধু তরঙ্গ মান ও পরিমাণ নির্ধারিত হবে। এর ফলে তরঙ্গ বিক্রি থেকে কাঙ্খিত রাজস্ব পাওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে।
থ্রিজি নিলামে অংশ নেওয়া প্রসঙ্গে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা প্রিয়.কমকে বলেছেন, ‘‘থ্রিজি তরঙ্গ নিলামে অংশ নেওয়াটা আমাদের জন্য সত্যিকার অর্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ এদেশের মোবাইল ফোনের বাজারে বাংলালিংক সবসময়ই একটি বড় চ্যালেঞ্জার এবং দিনবদলের পথিকৃৎ। থ্রিজি তরঙ্গ নিলামে অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে আমরা গ্রাহকদের পরবর্তী প্রজন্মের প্রযুক্তি উপহার দিতে আরো একবার আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন ঘটিয়েছি।
আমাদের উন্নততর গ্রাহকসেবা দেওয়ার নিরলস প্রচেষ্টাকে অধিকতর বেগবান করে তোলার ব্যাপারে সহযোগিতা প্রদানের জন্য আমি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাসহ সব পক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’’
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ করবে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। কোম্পানিটির প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৩৪ কোটি ৫০ লাখ ডলার।
এর পর প্রত্যেকে ২০ কোটি ডলার করে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বাংলালিংক ডিজিটাল লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল।
অন্যদিকে একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড থ্রিজির জন্য আবেদন করলেও এ কোম্পানিকে কার্যত নতুনভাবে বড় কোনো বিনিয়োগ করতে হবে না। পরীক্ষামূলকভাবে থ্রিজি সেবা দিতে থাকা এ কোম্পানি ইতোমধ্যে অনেক অবকাঠামো তৈরি করেছে।
টেলিটকসহ সব জিএসএম মোবাইল অপারেটর থ্রিজি লাইসেন্স পেলেও পাচ্ছে না শুধু সিডিএম প্রযুক্তির মোবাইল ফোন সিটিসেল। এ ব্যাপারে কথাও বলেছেন বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
তিনি সাংবাদিকদের বলেন, আর্থিক সমস্যার কথা উল্লেখ করে সিটিসেল টাকা জমা দেয়ার সময় বৃদ্ধি ও স্পেকট্রাম রাখার সুপারিশ করেছে।
তিনি আরও বলেন, সিটিসেলের এ সুপারিশ রাখার কোনো সুযোগ নেই, তবে নিলামের পর যদি স্পেকট্রাম বাকি থাকে, তাহলে নিয়ম অনুযায়ী তা বিক্রি করা হবে।
সিটিসেল নিলামে না আসাতে প্রতিযোগিতা কমে যাবে কি না জানতে চাইলে বিটিআরসি প্রধান বলেন, নিলামে প্রতিযোগিতার সুযোগ রাখা হয়েছে, প্রথম ফেইজে দুটি ব্লকে নিলাম হবে।
উল্লেখ্য, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি থ্রিজি ফোনের ৪ টি লাইসেন্স দেবে। এর জন্য আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তরঙ্গ নিলাম।

Sunday, 25 August 2013

কিভাবে মোবাইল দিয়ে ফেসবুক পেজে ছবি আপলোড করবেন



আসসালামু আলাইকুম।
টাইটেল দেখে ভাবছেন এ আবার নতুন কি। হ্যা নতুন। আমাদের দেশ এতটা উন্নত নয় যে, নিত্য নতুন প্রযুক্তি পন্য সবাই ব্যবহার করতে পারে। বিশ্বে এখন এন্ড্রয়েট এর ছড়াছড়ি। কিন্তু তার পরেও আমার মত কেউ আছেন যারা বিভিন্ন জাভা বা সিম্ব্রিয়ান নকিয়া সেট ব্যবহার করছেন।
কম্পিউটার দিয়ে খুব সহজে ফেসবুক পেজে ছবি আপলোড/প্রচার করা যায়। এন্ডয়েড বা আইফোন বা উইন্ডোস সেট গুলোতে “ফেসবুক পেজ ম্যানেজার” নামক সফটওয়ার যার মাধ্যমে ফেসবুক পেজ এর অনেক কাজ করা যায়। কিন্তু সবারতো আর ঐ রকম সেট নাই। দেখবেন জাভা বা নকিয়া সেট গুলোতে ফেসবুক পেজে ছবি আপলোড করার কোন অপশনই পাবেন না। আর পেলেও, সেই অপশন দিয়ে ছবি আপলোড করলে, তা পেজের ওয়ালে না এসে, আপলোড ফটোতে জমা হয়। তাই সেই সকল সেট দিয়ে ছবি, পেজে শেয়ার করা হলেও, পেজের ফ্যানসরা কোন রকম নটিফিকেশন পাবে না।
তাহলে…. এটাতো একটা বড় সমস্যা। আজকের এই পোষ্ট এ আমি সেই সমস্যার সমাধান করতে চেষ্টা করবো। চলুন শুরু করি।

এই কাজের জন্য মাত্র একবার আপনাকে কোন কম্পিউটার হতে ফেসবুকে লগিন হতে হবে। কারন আপনি যে পেজের এ্যাডমিন, সে পেজের একটা ইউনিক ইমেইল এ্যাড্রেস আছে। তা আপনাকে জানতে হবে। তাই কম্পিউটার এ লগিন করা লাগবে। তো কম্পিউটারের ফেসবুক এ লগ ইন হোন। এর পর আপনি যে পেজের এ্যাডমিন সেই পেজে যান। এখন পেজের একদম উপরের দিকের Edit page এ ক্লিক করে Update page info তে ক্লিক করুন। নিচের ছবি দেখুন:-
1
এর পর আপনি পেজের ইনফো আপডেটের সেটিংস এ আসবেন। সেখান থেকে More… এ ক্লিক করার পর Mobile  এ ক্লিক করুন। ছবি দেখুন:
2
উপরের কাজ ঠিক মত করতে পারলে আপনি যে পেজের এ্যাডমিন সেই পেজের মোবাইল সেটিংস পেজে যেতে পারবেন। সেখানে দেখবেন এরকম একটি ইমেইল এ্যাড্রেস আছে।
এই ইমেইল এ্যাড্রেস টাই আপনার দরকার। ইমেল এ্যাড্রেসটা কোথাও সেভ করে রাখুন। পরবর্তিতে এটি আপনার দরকার হবে।এখন আপনার আর কম্পিউটারের দরকার নাই। কারন পেজের ইমেইল ঠিকানা আপনি পেয়ে গেছেন।
এখন আপনি আপনার মোবাইলের ব্রাউজারে চলে আসুন। মানে এখন আপনি মোবাইল দিয়ে পেজে ছবি পোষ্ট করতে যাচ্ছেন। আপনি যে ইমেইল ব্যবহার করে আপনার ফেসবুক আইডি বানিয়েছেন তাতে লগিন করুন। যেমন সেটি হতে পারে এরকম: kamrulislamkabir@gmail.com
যদি আপনি জিমেইল দিয়ে ফেসবুক আইডি বানান তাহলে
আর যদি ইয়াহুতে ইমেল থাকে, তাহলে
এ আপনার ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগিন হন। তারপর
Compose Mail এ যান। অর্থাৎ যেভাবে আমরা কাহকে ইমেইল পাঠাই সেভাবে আমরা আমাদের ফেসবুক পেজের ঐ নির্দিষ্ট ইমেইল ঠিকানায় ছবি সহ ইমেইল  পাঠাবো।তাহলেই তা পেজে পোষ্ট হবে।

Compose Mail এ যাবার পর আরেকটি কাজ করতে হবে। সেখানে দেখবেন ইমেইল এর সাথে এটাচ (ফাইল বা ছবি) করার অপশনটি আছে কিনা। যেমন আমি জিমেইল টার কথা বলছি। জিমেইলে সাধারনত মোবাইল দিয়ে লগিন করলে আপনি জিমেইলের ডিফল্টভাবে মোবাইল ভিউতে ঢুকবেন। কিন্তু মোবাইল ভিউতে আবার ছবি এটাচ করা অপশন থাকে না। ছবি দেখুন। আমি আমার মোবাইল দিয়ে জিমেইল এ ঢুকেছি:
3
ছবিটাতে একটু ভাল করে তাকাল। এখানে To আছে, মানে যেখানে আপনি পেজের ইমেইল, যা একটু আগে কম্পিউটারে পেয়েছেন তা এখানে লিখবেন।
এরপর আছে Sub , যেখানে আপনি ছবির জন্য ক্যাপশন লিখবেন।
এবং আরো আছে বডি যেখানে কিছু লিখবেন না। কিন্তু এখানে ছবি যুক্ত করার কোন আপশন নাই। তাই এই পেজের একটু নিচে গেলে View তে দুটি অপশন আছে । একটি হলো basic HTML ও অপরটি হলো mobile. ছবি দেখুন ( লাল গোল চিন্হ দেয়া আছে ):

4

এখান থেকে আপনি basic HTML এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত আসবে। এই কাজটি আপনার মোবাইলে মাত্র একবারই করতে হবে। এরপর যখন আপনি মোবাইল দিয়ে আপনার জিমেইলে ঢুকবেন তা অটোমেটিক্যাললি আপনাকে basic HTML ভিউতে প্রবেশ করাবে। ছবি দেখুন:
5
উপরের ছবিটি জিমেইলের basic HTML ভিউ এর ইনবক্স এর ছবি। এখান থেকে Compose Mail এ ক্লিক করুন।  ছবিতে দেখুন:
6

উপরের কাজটি করার পর আপনি নিচের ছবির মত একটি পেজ পাবেন।ছবি দেখুন:
7
জুম করলে এরকম দেখাবে ছবি দেখুন:
88

উপরের ছবি দেখুন। সেখানের  To এর ঘরে আপনার পেজের যে ইউনিক ইমেল এ্যাড্রেস যা সর্ব প্রথম সেভ করতে বলেছিলাম তা লেখুন। এর পর Sub এর ঘরে আপনার ছবির জন্য ক্যাপশন দিন। এখন Attachments এর ঘরে ক্লিক করে আপনার মোবাইল হতে যে ছবিটি পেজে শেয়ার করতে চান তা দেখিয়ে দিন। নিচের ছবিতে দেখুন আমি আমার পেজে ছবি শেয়ার করার জন্য রেডি করেছি। ছবি দেখুন:
9
এরপর Send এ ক্লিক করে ইমেইল পাঠান। এর পর আপনার ফেসবুক পেজের ওয়ালে এসে দেখুন ক্যাপশন সহ একটি ছবি পোষ্ট হয়েছে। কি দারুন তাই না।

সবার বুঝানোর ক্ষমতা এক নয়।হয়তোবা আমি যেভাবে আপনাকে বুঝাতে চেয়েছি, আপনি সেভাবে নাও বুঝতে পারেন।তাই পোষ্টটি যদি আপনি পুরোপুরি না বুঝেন, বা কোথাও আটকে গেলে আমার ফেসবুক আইডিতে ম্যাসেজ করতে পারেন।
আমার ফেসবুক আইডি:kamrulislambhola

ধন্যবাদ।

Thursday, 1 August 2013

আমি এমন কেউকে ভালবাসি
যে শুধু আমাকেই ঘৃণা করে।
আমি এমন কেউকে মিস
করি যে আমাকে মিস করার
সময় খুঁজে পায় না।
আমি এমন কেউকে ভাবি যার কল্পনাতেও আমার কোন
অস্তিত্ব নেই
আমি এমন কারও জন্য
কাঁদি যার কি না আমার
১ফোঁটা চোখের জল
মুছে দেওয়ার সময় পর্যন্ত নাই
আমি এমন
১জনকে ভালবাসি যে অন্তত
১টা বার ১টা মুহুর্তের জন্য
ভুল করে হলেও
আমাকে ভালোবাসার প্রয়োজন অনুভব করে না!!!