Friday, 28 June 2013

রিলিস হল Windows 8.1 (Blue) প্রিভিউ ভার্সন!!! [download Link]

উইন্ডোজ ৮ ডেস্কটপ অপারেটিং সিস্টেমের আপডেট উইন্ডোজ ৮.১ প্রিভিউ ডাউনলোডের জন্য উন্মুক্ত করেছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ২৬ জুন ডেভেলপারদের নিয়ে মাইক্রোসফট আয়োজিত বিল্ড সম্মেলনে উইন্ডোজ ৮.১ উন্মুক্ত করা হয়েছে।

সতর্কীকরণ ও পরিবর্তন:


মাইক্রোসফট সতর্ক করে জানিয়েছে, কম্পিউটারে ৮.১ ইনস্টল করতে হলে ব্যবহারকারীকে তাঁর কম্পিউটারে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। এখনও উইন্ডোজের এ সংস্করণটি উন্নয়নের পর্যায়ে থাকায় কিছু সফটওয়্যার বাগ ও কিছু ফাংশান অকার্যকর থাকতে পারে। উইন্ডোজ ৮.১ প্রিভিউ সংস্করণ এটি। এর সর্বশেষ সংস্করণে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে মাইক্রোসফট।




নতুন সুবিধা:

উইন্ডোজ ৮.১ প্রিভিউ সংস্করণে যুক্ত হয়েছে
  • স্টার্ট মেনু।
  • আপডেট সার্চ।
  • স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট।
  • নতুন সংস্করণের ইন্টারনেট এক্সপ্লোরার।
  • উন্নত পিসি সেটিংস সুবিধা।
  • নতুন আকর্ষণীয় ডিজাইন।

    system requirements:

    • Processor: 1 gigahertz (GHz) or faster
    • RAM: 1 gigabyte (GB) (32-bit) or 2 GB (64-bit)
    • Free hard disk space: 16 GB (32-bit) or 20 GB (64-bit)
    • Graphics card: DirectX 9 graphics device with WDDM driver

                                        
                                  3
    উইন্ডোজ ৮.১ প্রিভিউ ডাউনলোড করার লিংক







No comments:

Post a Comment