Saturday, 11 January 2014

নিয়ে নিন ড্রাইভার ইজি (পিসি ড্রাইভারের আব্বা :পি) , একদম নয়া ভার্সন পুরা ফ্রীতে !! :D


এসে গেলাম আবার , সবাই ভালো তো ?
ভালো না থাকেলেও এখন ভালো হয়ে যাবেন । যারা কম্পিউটার এর ড্রাইভার নিয়ে চিন্তিত , তাদের সব সমসার সমাধান ড্রাইভার ইজি ।
কম্পিউটার এ বিভিন্ন সময় ড্রাইভার সিডি হারিয়ে যাওয়ার কারনে বা পুরনো ড্রাইভার থাকার কারনে , মাঝে মাঝে ঝামেলায় পরতে হয় ।
আর সব দরকারি ড্রাইভার ইন্সটল দেয়া আছে কিনা !! তাও তো জানা দরকার ।
সবচেয়ে বড় কথা হল সব ড্রাইভার ইন্সটল দেয়া থাকলে ও আপ টু ডেট থাকলে । পিসি পারফরমেন্সও ভালো থাকে ।
এর সব সমসসার সমাধান এই ড্রাইভার ইজি ।
drivereasy_creak_by_virus.
এটা দিয়ে আপনি ড্রাইভার আপডেট করতে পারবেন ,ব্যাকআপ রাখতে পারবেন্ ,রিষ্টোর করতে পারবেন,
যে যে ড্রাইভারের অভাব আপনার কম্পিউটার এ তা ডাউনলোড ও করে নিতে পারবেন  । :D
এতে রিসিউম ডাউনলোড করা যায় ,এবং এতে যখন আপনি কোন ফাইল আপডেট নেবেন,তখন আপনার অন্য কাজের কোন চাপ পড়বেনা,অথ্যাৎ আপনি অন্য আপডেট দ্বারা যখন ফাইল আপডেট নেবেন তখন আপনি নেটে অন্য কোন কাজ করতে পারবেন না,যেমন ডাউনলোডের কথা বলছি,কিন্তু এর বেলায় অন্যরকম আপনি সব কাজ করতে পারবেন এতে,আপনার কাজের কোন ব্যাঘাত ঘটবে না,এবং এতে আপনার সিস্টেমের জন্য যে ড্রাইভার উপযোগি সেটাই সে সিলেক্ট করবে, মিছিং ড্রাইভার গুল সে নিজে থেকে জমা করে এক সাথে ডাউনলোড নেবে।
ধুর ! আমি আজইরা বক বক করছি :পি
ড্রাইভার ইজির গুনের কথা আপনাদের সবারই জানা ।
যারা জানেন না , এইতো তারাও জেনে নিলেন । বাকিটা ব্যাবহার করলেই বুঝতে পারবেন ।
এর নামও ইজি এর ব্যাবহারও ইজি :D
সবাই ভাল থাকবেন । আমার জন্যও দোয়া করবেন ।
কোন ভুল হলে ক্ষমা করে দিবেন ।
ড্রাইভার ইজি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । সাইজ ২.৯ এমবি ।
ক্রাক টা একদম নতুন । কোন ঝামেলা ছাড়া আজীবন মেয়াদ পাবেন ।
আর ক্রাক করাও একদম সহজ । নিচের ছবির মত সব টেক্সট ফিল্ড গুলো পূর্ণ করুন । জেনারেট বাটনে ক্লিক করুন ।
drivereasy_creak_by_virus
ক্রাকটা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । কাজ শেষ ।
 তবে হ্যাঁ net fremwork 3.5 থাকতে হবে 

No comments:

Post a Comment